বর্ধমান, 10 ডিসেম্বর : রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College agitation) । মৃত ব্যক্তির নাম গৌতম বারুই (42)। বাড়ি কালনার বাঘনাপাড়ায় । মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার ও একজন নার্সের গাফিলতির কারণেই ওই ব্যক্তি মৃত্যু হয়েছে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মৃতের স্ত্রী । বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হন গৌতম বারুই । অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর চিকিৎসক তাঁকে অক্সিজেন ও কী ইনজেকশন দিতে হবে তা লিখে দিয়ে যান । এদিকে রোগীর অবস্থা খারাপ হতে থাকায় পরিবারের লোকেরা সেখানে থাকা নার্স ও জুনিয়র ডাক্তারকে জানালে তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । এমনকি তাঁদের সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জানান রোগীর পরিবার । এরপর ওই ব্যক্তির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি মারা যান । এই ঘটনার পর মৃতের স্ত্রী নমিতা বারুই চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন ।
এই বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, "বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি । রোগীর অবস্থা খুবই খারাপ ছিল বলে জানা গিয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । কারও কোনও গাফিলতি থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।"
আরও পড়ুন : Exercise Decreases Risk Of Death : নিয়মিত ব্যায়ামে কমে মৃত্যুঝুঁকি