ETV Bharat / state

পূর্ব বর্ধমানে থাকবে না কোনও কাঁচা ও ভাঙা রাস্তা, আশ্বাস মন্ত্রীর - গলসি

পূর্ব বর্ধমান জেলায় কাঁচা রাস্তাগুলি পাকা করা ও বেহাল রাস্তাগুলি সারাইয়ের কাজে দ্রুততা আনতে জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ আশ্বাস দেন, জেলায় কোনও রাস্তা কাঁচা পড়ে থাকবে না ৷

image
বেহাল রাস্তা
author img

By

Published : Jun 13, 2020, 3:12 AM IST

বর্ধমান, 13 জুন: পূর্ব বর্ধমান জেলায় থাকবে না কোনও ভাঙা রাস্তা বা কাঁচা রাস্তা । নতুন করে চারটি রাস্তা পাকা তৈরির করার কাজ শুরু করবে জেলা পরিষদ । ইতিমধ্যে মোট 25 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য 18 কোটি টাকা বরাদ্দ হয়েছে । আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷

শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানেই জেলার বেহাল রাস্তা-ঘাট নিয়ে আলোচনা হয় ৷ জেলা পরিষদ সূত্রে খবর পূর্ব বর্ধমান জেলার গলসি, রায়না, মন্তেশ্বর সহ বেশ কিছু এলাকার রাস্তার অবস্থা খুবই বেহাল । ইতিমধ্যে রাস্তা সারাইয়ের দাবিতে গলসির শিকারপুর, পারাজ সহ বেশ কিছু এলাকায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷ বর্ষা আসায় রাস্তা খারাপের কারণে মানুষজন আরও উত্তপ্ত হয়ে উঠেছেন । তাই সেইসব রাস্তাগুলি পুনরায় সারানোর কাজ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ৷ তিনি বলেন সমস্ত রাস্তাঘাট পাকা করা হবে ।

তবে দ্রুত রাস্তা খারাপ হওয়ার কারণ সম্পর্কেও আলোচনা হয় বৈঠকে ৷ যে সব রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচল করে সেইসব রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে । কারণ বালি বোঝাই ট্রাক বা লরি যাওয়ার সময় বালির গাড়ি থেকে যে জল পড়ে সেই জলেই রাস্তার ক্ষতি বেশি হয় ।

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, ‘‘রাস্তা সারাইয়ের জন্য টেন্ডার ডাকা হয়েছিল । লকডাউনের জেরে বেশ কিছু কাজ থমকে আছে । তবে সব রাস্তা সারাই করা হবে।’’ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘জেলা জুড়ে রাস্তা সারাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে । সেইমতো প্রতিটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তাদের কাছে এলাকার রাস্তার বিষয়ে তালিকা চাওয়া হয়েছে ৷’’

বর্ধমান, 13 জুন: পূর্ব বর্ধমান জেলায় থাকবে না কোনও ভাঙা রাস্তা বা কাঁচা রাস্তা । নতুন করে চারটি রাস্তা পাকা তৈরির করার কাজ শুরু করবে জেলা পরিষদ । ইতিমধ্যে মোট 25 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য 18 কোটি টাকা বরাদ্দ হয়েছে । আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷

শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ । সেখানেই জেলার বেহাল রাস্তা-ঘাট নিয়ে আলোচনা হয় ৷ জেলা পরিষদ সূত্রে খবর পূর্ব বর্ধমান জেলার গলসি, রায়না, মন্তেশ্বর সহ বেশ কিছু এলাকার রাস্তার অবস্থা খুবই বেহাল । ইতিমধ্যে রাস্তা সারাইয়ের দাবিতে গলসির শিকারপুর, পারাজ সহ বেশ কিছু এলাকায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷ বর্ষা আসায় রাস্তা খারাপের কারণে মানুষজন আরও উত্তপ্ত হয়ে উঠেছেন । তাই সেইসব রাস্তাগুলি পুনরায় সারানোর কাজ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ৷ তিনি বলেন সমস্ত রাস্তাঘাট পাকা করা হবে ।

তবে দ্রুত রাস্তা খারাপ হওয়ার কারণ সম্পর্কেও আলোচনা হয় বৈঠকে ৷ যে সব রাস্তা দিয়ে বালির গাড়ি চলাচল করে সেইসব রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে । কারণ বালি বোঝাই ট্রাক বা লরি যাওয়ার সময় বালির গাড়ি থেকে যে জল পড়ে সেই জলেই রাস্তার ক্ষতি বেশি হয় ।

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, ‘‘রাস্তা সারাইয়ের জন্য টেন্ডার ডাকা হয়েছিল । লকডাউনের জেরে বেশ কিছু কাজ থমকে আছে । তবে সব রাস্তা সারাই করা হবে।’’ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘জেলা জুড়ে রাস্তা সারাইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে । সেইমতো প্রতিটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তাদের কাছে এলাকার রাস্তার বিষয়ে তালিকা চাওয়া হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.