ETV Bharat / state

Dainhat Municipal Chairman: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

author img

By

Published : Nov 4, 2022, 3:27 PM IST

Updated : Nov 4, 2022, 4:13 PM IST

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বিরুদ্ধে (allegation against Dainhat Municipality Chairman) ৷ শুক্রবার পদত্যাগ করেছেন তিনি (Dainhat Municipal Chairman resigns) ৷

ETV Bharat
Dainhat Municipal Chairman

কাটোয়া, 4 নভেম্বর : দলের নির্দেশে ইস্তফা দিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল (Dainhat Municipal Chairman resigns) । শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমাশাসকের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন । যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে (Allegation against Dainhat Municipality Chairman) ৷

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ৷ মনে করা হচ্ছে অভিষেকের নির্দেশের পরেই শুক্রবার পদত্যাগ করলেন শিশির মণ্ডল (TMC Leader Sisir Mondal)৷ তবে তৃণমূল সূত্রে খবর, এটাই শেষ সিদ্ধান্ত নয় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না-থাকলে দল তখন ফের বিষয়টি ভেবে দেখবে ।

দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

আরও পড়ুন: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

প্রসঙ্গত, সম্প্রতি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় (সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত) । অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণনগরের এক বেসরকারি লজে এক মহিলাকে বিশেষ পোশাক পরে আসতে বলেন এক ব্যক্তি । অভিযুক্ত ওই ব্যক্তির কন্ঠ শিশির মন্ডলের বলেই দাবি করা হচ্ছে । বিষয়টি জানাজানি হতেই, তৃণমূলের অন্দরে অস্বস্তি শুরু হয় ৷ এরপরেই শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷

কাটোয়া, 4 নভেম্বর : দলের নির্দেশে ইস্তফা দিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল (Dainhat Municipal Chairman resigns) । শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমাশাসকের হাতে তিনি তাঁর ইস্তফাপত্র তুলে দেন । যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি ৷ চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে (Allegation against Dainhat Municipality Chairman) ৷

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ৷ মনে করা হচ্ছে অভিষেকের নির্দেশের পরেই শুক্রবার পদত্যাগ করলেন শিশির মণ্ডল (TMC Leader Sisir Mondal)৷ তবে তৃণমূল সূত্রে খবর, এটাই শেষ সিদ্ধান্ত নয় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না-থাকলে দল তখন ফের বিষয়টি ভেবে দেখবে ।

দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

আরও পড়ুন: 1 কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত, বোলপুরের সেই লটারি কাউন্টারে হানা সিবিআইয়ের

প্রসঙ্গত, সম্প্রতি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় (সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত) । অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণনগরের এক বেসরকারি লজে এক মহিলাকে বিশেষ পোশাক পরে আসতে বলেন এক ব্যক্তি । অভিযুক্ত ওই ব্যক্তির কন্ঠ শিশির মন্ডলের বলেই দাবি করা হচ্ছে । বিষয়টি জানাজানি হতেই, তৃণমূলের অন্দরে অস্বস্তি শুরু হয় ৷ এরপরেই শিশির মণ্ডলকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷

Last Updated : Nov 4, 2022, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.