ETV Bharat / state

পরিবারের পুরুষদের বেঁধে বিদেশি মুদ্রা-গয়না-টাকা লুট! পালানোর আগে বাড়ির ঘুগনি-মুড়িও খেল ডাকাতদল

Ausgram robbery incident: কেউ বা কারা বাড়ির জানলায় ঢিল ছুড়েছিল ৷ এরপরই গ্রিলের তালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ডাকাতেরা ৷ তারা প্রায় 14-15 জন ৷ বাড়ির পুরুষদের বেঁধে বিদেশি মুদ্রা থেকে শুরু করে সোনা-রুপোর গয়না, টাকা ডাকাতি করে পালিয়ে যায় ৷

ETV Bharat
ডাকাতির পর ঘরে লণ্ডভণ্ড অবস্থা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 12:58 PM IST

আউশগ্রাম, 19 ডিসেম্বর: গভীর রাতে বাড়িতে ঢুকে পুরুষদের হাত-মুখ বেঁধে ডাকাতি করল 14-15 জন ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে ৷ সোনা-রুপোর গয়না, বিদেশি মুদ্রা, দামি জামাকাপড় ডাকাতি করে পালানোর আগে বাড়ির পিছনে বসে ঘুগনি-মুড়িও খেয়ে গেল ডাকারতরা ৷ আউশগ্রাম থানা থেকে কিছুটা দূরে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পরিবার-সহ গ্রামবাসী ৷ আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার রাতে তাড়াতাড়িই শুয়ে পড়েছিলেন গৃহকর্তা অনিলকান্তি দত্ত ৷ তাঁর সুগারের সমস্যা রয়েছে ৷ পাশের ঘরগুলিতে ছিলেন তাঁর স্ত্রী, বড় ছেলে, তিন বৌমা এবং দুই নাতনি ৷ দিনকয়েক আগে অনিলকান্তি দত্তের বড় ছেলে অপূর্ব দত্ত দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফিরেছেন ৷

এদিন রাত গভীর হতেই তাঁদের বাড়ির জানালায় কে বা কারা পরপর তিনবার ঢিল মারে ৷ সেই আওয়াজ শুনে অনিলবাবুর বড় ছেলে অপূর্ব দত্ত তাঁর বন্ধুকে ফোন করে জানান, কেউ তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে ৷ এর কিছুক্ষণের মধ্যেই গ্রিলের তালা ভেঙে তিনজন বাড়িতে ঢুকে পড়ে ৷ তারা অনিলকান্তি দত্তের হাত-মুখ বেঁধে দেয় ৷ তাঁকে লেপ ঢাকা দিয়ে দেয় ৷

ততক্ষণে আরও 4 জন ডাকাত পাশের ঘরেই অপূর্বকে গলার কাছে হাঁসুয়া ধরে ভয় দেখিয়ে তাঁকে চুপ করে থাকতে বলে ৷ তাঁকেও চোখ-হাত বেঁধে ঘরে আটকে রাখা হয় ৷ তবে মহিলাদের হাত-পা বাঁধা অথবা তাঁদের সঙ্গে কোনওরকম অপ্রীতিকর আচরণ করেনি ডাকাত দল ৷

ওই দলে প্রায় 15 জন ছিল সূত্রের খবর ৷ ডাকাত দল আলমারির লকার ভেঙে টাকা-পয়সা, তিন ভরি সোনার গয়না, পাঁচ ভরি রুপোর গয়না, 300 ইউএস ডলার, 3 হাজার জাম্বিয়ান মুদ্রা লুট করে ৷ এর পাশাপাশি জুতো, কম্বল, শীতের জামাকাপড়, শাড়ি-সহ শো-কেসের সব জিনিস লুঠপাট করে ৷ ডাকাতি সেরে যাওয়ার আগে তারা বাড়ির ফ্রিজে থাকা ঘুগনি বের করে ৷ এরপর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় ঘুগনি দিয়ে মুড়ি খায় ৷ খাবারের অংশবিশেষ দেখতে পায় বাড়ির সদস্যরা ৷

সোমবার অনিলকান্তি দত্ত ও তাঁর পরিবারের অন্য সদস্যরা আউশগ্রাম থানায় অভিযোগ জানিয়েছে ৷ এই ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক অনিলকান্তি দত্ত বলেন, "আমি সুগারের রোগী ৷ অন্য দিনের মতো রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘুমিয়ে পড়ি ৷ রাতের দিকে গ্রিলের তালা ভেঙে 14-15 জনের ডাকাত দল ঘরে ঢোকে ৷ তারা আমাকে ও বড়ো ছেলেকে হাত-মুখ বেঁধে আলমারির লকার ভেঙে টাকা-পয়সা, সোনা, রুপো, জামাকাপড় নিয়ে পালিয়ে যায় ৷ সকালে দেখি, বাড়ির পিছনে ঘুগনি-মুড়ি সব পড়ে আছে ৷ পুলিশকে খবর দিলে পুলিশ আসে ৷ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছি ৷" অনিল দত্তের ছেলে অপূর্ব দত্ত বলেন, "আমি বিদেশে থাকি ৷ কয়েকদিন আগে বাড়ি ফিরেছি ৷ রবিবার গভীর রাতে ডাকাতেরা তালা ভেঙে ঘরে ঢোকে ৷ তারা আমাকে ও বাবাকে হাত-মুখ বেঁধে সব লুট করে নিয়ে যায় ৷ আমরা আতঙ্কে আছি ৷"

আরও পড়ুন:

  1. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা
  2. নগ্ন হয়ে ধান ক্ষেতে গা-ঢাকা দিয়েও ধরা পড়ল খড়গপুর-কাণ্ডের 6 ডাকাত!
  3. সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ, গয়নার দোকানে লুঠ 4 চোরের

আউশগ্রাম, 19 ডিসেম্বর: গভীর রাতে বাড়িতে ঢুকে পুরুষদের হাত-মুখ বেঁধে ডাকাতি করল 14-15 জন ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে ৷ সোনা-রুপোর গয়না, বিদেশি মুদ্রা, দামি জামাকাপড় ডাকাতি করে পালানোর আগে বাড়ির পিছনে বসে ঘুগনি-মুড়িও খেয়ে গেল ডাকারতরা ৷ আউশগ্রাম থানা থেকে কিছুটা দূরে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পরিবার-সহ গ্রামবাসী ৷ আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার রাতে তাড়াতাড়িই শুয়ে পড়েছিলেন গৃহকর্তা অনিলকান্তি দত্ত ৷ তাঁর সুগারের সমস্যা রয়েছে ৷ পাশের ঘরগুলিতে ছিলেন তাঁর স্ত্রী, বড় ছেলে, তিন বৌমা এবং দুই নাতনি ৷ দিনকয়েক আগে অনিলকান্তি দত্তের বড় ছেলে অপূর্ব দত্ত দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফিরেছেন ৷

এদিন রাত গভীর হতেই তাঁদের বাড়ির জানালায় কে বা কারা পরপর তিনবার ঢিল মারে ৷ সেই আওয়াজ শুনে অনিলবাবুর বড় ছেলে অপূর্ব দত্ত তাঁর বন্ধুকে ফোন করে জানান, কেউ তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে ৷ এর কিছুক্ষণের মধ্যেই গ্রিলের তালা ভেঙে তিনজন বাড়িতে ঢুকে পড়ে ৷ তারা অনিলকান্তি দত্তের হাত-মুখ বেঁধে দেয় ৷ তাঁকে লেপ ঢাকা দিয়ে দেয় ৷

ততক্ষণে আরও 4 জন ডাকাত পাশের ঘরেই অপূর্বকে গলার কাছে হাঁসুয়া ধরে ভয় দেখিয়ে তাঁকে চুপ করে থাকতে বলে ৷ তাঁকেও চোখ-হাত বেঁধে ঘরে আটকে রাখা হয় ৷ তবে মহিলাদের হাত-পা বাঁধা অথবা তাঁদের সঙ্গে কোনওরকম অপ্রীতিকর আচরণ করেনি ডাকাত দল ৷

ওই দলে প্রায় 15 জন ছিল সূত্রের খবর ৷ ডাকাত দল আলমারির লকার ভেঙে টাকা-পয়সা, তিন ভরি সোনার গয়না, পাঁচ ভরি রুপোর গয়না, 300 ইউএস ডলার, 3 হাজার জাম্বিয়ান মুদ্রা লুট করে ৷ এর পাশাপাশি জুতো, কম্বল, শীতের জামাকাপড়, শাড়ি-সহ শো-কেসের সব জিনিস লুঠপাট করে ৷ ডাকাতি সেরে যাওয়ার আগে তারা বাড়ির ফ্রিজে থাকা ঘুগনি বের করে ৷ এরপর বাড়ির পিছনে ফাঁকা জায়গায় ঘুগনি দিয়ে মুড়ি খায় ৷ খাবারের অংশবিশেষ দেখতে পায় বাড়ির সদস্যরা ৷

সোমবার অনিলকান্তি দত্ত ও তাঁর পরিবারের অন্য সদস্যরা আউশগ্রাম থানায় অভিযোগ জানিয়েছে ৷ এই ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক অনিলকান্তি দত্ত বলেন, "আমি সুগারের রোগী ৷ অন্য দিনের মতো রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘুমিয়ে পড়ি ৷ রাতের দিকে গ্রিলের তালা ভেঙে 14-15 জনের ডাকাত দল ঘরে ঢোকে ৷ তারা আমাকে ও বড়ো ছেলেকে হাত-মুখ বেঁধে আলমারির লকার ভেঙে টাকা-পয়সা, সোনা, রুপো, জামাকাপড় নিয়ে পালিয়ে যায় ৷ সকালে দেখি, বাড়ির পিছনে ঘুগনি-মুড়ি সব পড়ে আছে ৷ পুলিশকে খবর দিলে পুলিশ আসে ৷ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছি ৷" অনিল দত্তের ছেলে অপূর্ব দত্ত বলেন, "আমি বিদেশে থাকি ৷ কয়েকদিন আগে বাড়ি ফিরেছি ৷ রবিবার গভীর রাতে ডাকাতেরা তালা ভেঙে ঘরে ঢোকে ৷ তারা আমাকে ও বাবাকে হাত-মুখ বেঁধে সব লুট করে নিয়ে যায় ৷ আমরা আতঙ্কে আছি ৷"

আরও পড়ুন:

  1. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা
  2. নগ্ন হয়ে ধান ক্ষেতে গা-ঢাকা দিয়েও ধরা পড়ল খড়গপুর-কাণ্ডের 6 ডাকাত!
  3. সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ, গয়নার দোকানে লুঠ 4 চোরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.