আউশগ্রাম, 12 অগাস্ট : একটি মাঠ ৷ সেখানে বিভিন্ন সাজে দাঁড়িয়ে কচিকাঁচার দল ৷ একজন রয়েছে নেতার সাজে, যার পিছনে নিরাপত্তারক্ষীর সাজে রয়েছে আর এক শিশু ৷ তাদের চারপাশে গরিব মানুষের সাজে রয়েছে আরও কিছু কচিকাঁচা ৷ তাদের হাতে প্ল্যাকার্ড ৷ লেখা, "সততার প্রতীক ভাই, কাটমানি ফেরত চাই ৷" না পাড়ার যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয় ৷ এ হল ঝুলনের থিম ৷
আউশগ্রামের বেলাড়ি গ্রাম ৷ ঝুলন উপলক্ষ্যে সেখানকার সূর্য সংঘের মণ্ডপে শুরু হয়েছে উৎসব ৷ সেখানেই দেখা গেল ঝুলনের এই অভিনব থিম 'কাটমানি'৷ ঝুলনের এই থিম সাধারণ মানুষ উপভোগ করলেও অস্বস্তিতে পড়ে যান উৎসবে উপস্থিত কিছু তৃণমূল কর্মী ৷
লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর দলীয় কর্মীদের একাধিকবার ধমক দিয়েছিলেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন কী, কাটমানির টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিলেন ৷ নেত্রীর এই নির্দেশের পর থেকেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ খবরে উঠে আসতে থাকে একের পর এক কাটমানির ঘটনা ৷ এবার ঝুলন থিমে উঠে এল কাটমানি ইশু ৷
সূর্য সংঘের কর্মকর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় এই থিম প্রসঙ্গে বলেন, "এই থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই থিম করা হয়েছে ৷ "