ETV Bharat / state

আউশগ্রামে ঝুলনের থিম 'কাটমানি' - Julan Festival in Burdwan

বিভিন্ন সাজে দাঁড়িয়ে কচিকাঁচার দল ৷ হাতে নেওয়া প্ল্যাকার্ডে লেখা 'কাটমানি' ফেরত চাই ৷ যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয়, ঝুলন উৎসবের থিম ৷

কাটমানি থিম
author img

By

Published : Aug 12, 2019, 11:45 PM IST

আউশগ্রাম, 12 অগাস্ট : একটি মাঠ ৷ সেখানে বিভিন্ন সাজে দাঁড়িয়ে কচিকাঁচার দল ৷ একজন রয়েছে নেতার সাজে, যার পিছনে নিরাপত্তারক্ষীর সাজে রয়েছে আর এক শিশু ৷ তাদের চারপাশে গরিব মানুষের সাজে রয়েছে আরও কিছু কচিকাঁচা ৷ তাদের হাতে প্ল্যাকার্ড ৷ লেখা, "সততার প্রতীক ভাই, কাটমানি ফেরত চাই ৷" না পাড়ার যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয় ৷ এ হল ঝুলনের থিম ৷

আউশগ্রামের বেলাড়ি গ্রাম ৷ ঝুলন উপলক্ষ্যে সেখানকার সূর্য সংঘের মণ্ডপে শুরু হয়েছে উৎসব ৷ সেখানেই দেখা গেল ঝুলনের এই অভিনব থিম 'কাটমানি'৷ ঝুলনের এই থিম সাধারণ মানুষ উপভোগ করলেও অস্বস্তিতে পড়ে যান উৎসবে উপস্থিত কিছু তৃণমূল কর্মী ৷

লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর দলীয় কর্মীদের একাধিকবার ধমক দিয়েছিলেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন কী, কাটমানির টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিলেন ৷ নেত্রীর এই নির্দেশের পর থেকেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ খবরে উঠে আসতে থাকে একের পর এক কাটমানির ঘটনা ৷ এবার ঝুলন থিমে উঠে এল কাটমানি ইশু ৷

সূর্য সংঘের কর্মকর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় এই থিম প্রসঙ্গে বলেন, "এই থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই থিম করা হয়েছে ৷ "

আউশগ্রাম, 12 অগাস্ট : একটি মাঠ ৷ সেখানে বিভিন্ন সাজে দাঁড়িয়ে কচিকাঁচার দল ৷ একজন রয়েছে নেতার সাজে, যার পিছনে নিরাপত্তারক্ষীর সাজে রয়েছে আর এক শিশু ৷ তাদের চারপাশে গরিব মানুষের সাজে রয়েছে আরও কিছু কচিকাঁচা ৷ তাদের হাতে প্ল্যাকার্ড ৷ লেখা, "সততার প্রতীক ভাই, কাটমানি ফেরত চাই ৷" না পাড়ার যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয় ৷ এ হল ঝুলনের থিম ৷

আউশগ্রামের বেলাড়ি গ্রাম ৷ ঝুলন উপলক্ষ্যে সেখানকার সূর্য সংঘের মণ্ডপে শুরু হয়েছে উৎসব ৷ সেখানেই দেখা গেল ঝুলনের এই অভিনব থিম 'কাটমানি'৷ ঝুলনের এই থিম সাধারণ মানুষ উপভোগ করলেও অস্বস্তিতে পড়ে যান উৎসবে উপস্থিত কিছু তৃণমূল কর্মী ৷

লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর দলীয় কর্মীদের একাধিকবার ধমক দিয়েছিলেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন কী, কাটমানির টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিলেন ৷ নেত্রীর এই নির্দেশের পর থেকেই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ খবরে উঠে আসতে থাকে একের পর এক কাটমানির ঘটনা ৷ এবার ঝুলন থিমে উঠে এল কাটমানি ইশু ৷

সূর্য সংঘের কর্মকর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় এই থিম প্রসঙ্গে বলেন, "এই থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই থিম করা হয়েছে ৷ "

Intro:ঝুলনের থিম কাটমানি ফেরত দাও

পুলক যশ, আউশগ্রাম

ঝুলনের থিমেও উঠে এলো কাটমানি প্রসঙ্গ।
আউশগ্রামের বেলাড়ি গ্রামে ঝুলন উৎ সবের থিমে এবার উঠে এল কাটমানি ইস্যু। ঝুলনের থিম গরিব উপভোক্তারা কাটমানির টাকা ফেরত চাইছেন অনুব্রত মণ্ডলের কাছে। বেলাড়ি সূর্য সংঘের মানুষ ঝুলনে অনুব্রতর কাছে কাটমানি ফেরত চাওয়ার থিম সাড়া ফেলে দর্শনার্থীদের মধ্যে। কাটমানি বিতর্কের মাঝে সাধারন মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন থিমের ঝুলন। তবে উদ্যোক্তাদের দাবি তারা নিছক দর্সনার্থীদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই ঝুলনে সাম্প্রতিক এই ইস্যুটিকে বেছে নিয়েছেন। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়।

বেলাড়ি গ্রামের ঝুলনে এই কাটমানি থিমের কথা জানতে পারেন অনুব্রত মণ্ডলও। তিনি বিষয়টি মজার ছলেই নিয়েছেন। পাশাপাশি সাধারন মানুষকে সতর্ক করেছেন যাতে কেউ যেন সরকারি প্রকল্পের অনুদান পেতে কাউকে কাটমানি না দেন।
গ্রামের ফুটবল মাঠে বেলাড়ি গ্রামের সূর্য সংঘের মণ্ডপে দেখা যায় অন্যান্য কয়েকটি থিমের পাশাপাশি কাটমানি ইস্যুকে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছিল। আর এই থিমটি নজড় কাড়ে সবার। থিমে তুলে ধরা হয়েছে অনুব্রত মণ্ডল সাধারন মানুষদের নিয়ে দরবার করছেন। নেতাকে পাহাড়া দিচ্ছেন সশস্ত্র নিরাপত্তারক্ষী। কয়েকজন গরীব মানুষ অনুব্রতর কাছে কাটমানি ফেরত চাইছেন। একজনের হাচে পোষ্টারে লেখা, ” সততার প্রতীক ভাই, কাটমানি ফেরত চাই। আমাদের টাকা ফেরত চাই।” কেউ হাতে পোষ্টার নিয়ে বলছেন, ” আমাদের টাকা ফেরত চাই।”
জানা গিয়েছে ঝুলনের এই দৃশ্যে অভিনয় করেছেন বেলাড়ি গ্রামেরই কয়েকজন কচিকাঁচা। বেলাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোটাসোটা চেহারার রনি পাল অনুব্রত মণ্ডল সেজেছিল ঝুলনে। দর্শনার্থীদের মধ্যে অনেক তৃণমূলকর্মীও ছিলেন। তারা কিছুটা অস্বস্তিতেও পড়েন।
সুর্য সংঘের কর্মকর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় অবশ্য অনুব্রত মণ্ডলের কাছে কাটমানি ফেরত চাওয়ার থিমের প্রসঙ্গে বলেন, ” এই থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই করা হয়েছে।Body: ঝুলনের থিম Conclusion:কাটমানি ফেরত দাও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.