ETV Bharat / state

রাসবিহারী বসুর জন্মভিটায় প্রবেশ করতে গেলে আজও পেরোতে হয় মাটির রাস্তা - current situation of rashbehari bose's birth village .

আজও সুবলদহ গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে অনুন্নয়নের ছাপ । কাঁচা মাটির রাস্তা । রাসবিহারী বসুর জন্মভিটে আজ মাটিতে মিশে গেছে ।

image
সুবলদহ গ্রাম
author img

By

Published : May 25, 2020, 6:29 PM IST

Updated : May 26, 2020, 9:59 AM IST

সুবলদহ, 25 মে : ভারতীয় স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের ইতিহাসে জ্বলজ্বল করছে মহান বিপ্লবী রাসবিহারী বসুর নাম ৷ পূর্ব বর্ধমানের রায়না থানার সুবলদহ গ্রামে 1886 সালের 25 মে জন্মগ্রহণ করেন তিনি ৷ আজ তাঁর 133 তম জন্মবার্ষিকী ৷ কিন্তু এতদিন পর তাঁর জন্মভিটার কী অবস্থা ৷ কেমন আছে তাঁর সুবলদহ ?

গ্রামে পৌঁছাতে এখনও ভরসা সেই কাঁচা মাটির রাস্তা ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল এখনও বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়েই গ্রামে ঢুকতে হয় ৷ আজ তাঁর জন্মদিনে গ্রামে নেই কোনও আড়ম্বর, উৎসব বা উম্মাদনা ৷ তাঁর আবক্ষ মূর্তিতে বরাদ্দ শুধুমাত্র কয়েকটি ফুলের মালা ৷ তবে শুধু মাত্র একটি আবক্ষ মূর্তি ৷ এছাড়া গ্রামে তাঁর বসত ভিটেরও কোনও চিহ্ন নেই ৷

আজও ওই গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে অনুন্নয়নের ছাপ । কাঁচা মাটির রাস্তা । রাসবিহারী বসুর জন্মভিটে আজ মাটিতে মিশে গেছে । কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল থেকে রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রীরা ছুটে এসেছেন এই গ্রামে । দিয়ে গেছেন একাধিক প্রতিশ্রুতি । এমনকী, রাজ্য সরকারের তরফে 42 লাখ টাকা রাসবিহারী বসুর জন্মভিটা সংরক্ষণের জন্য অনুমোদন করা হয়েছে বলে খবর । তারপর কেটে গেছে কয়েক বছর । শুধুমাত্র একটা সিমেন্টের দেওয়াল ছাড়া আর কিছুই হয়নি ৷ আজ তাঁর জন্ম ভিটায় গেলে দেখা যাবে সেখানে চরছে গরু-ছাগল । গ্রামবাসীরা বলছেন এখানে কী উন্নয়ন হয়েছে জানি না৷ প্রশাসনের তরফে শুধুমাত্র একটা বাঁশের বেড়া দেওয়া হয়েছে ।

রাসবিহারী বসুর জন্মভিটায় প্রবেশ করতে গেলে আজও পেরোতে হয় মাটির রাস্তা....

এক গ্রামবাসী দিব্যেন্দু মাল বলেন,‘‘ বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে সুবলদহ গ্রামে এখনও কাঁচা মাটির রাস্তা । তবে কিছুদিন আগে গ্রামে পাকা রাস্তার কাজ কিছুটা এগিয়েছে । কিন্তু জন্মভিটে পর্যন্ত এখনও পাকা রাস্তা হয়নি । এখনও পর্যন্ত বর্ষাকালে গ্রামে মানুষ চলাচল করতে পারে না । শুনেছি কয়েক লাখ টাকা রাজ্যসভা অনুমোদন করেছে । সেই টাকায় উন্নয়ন হয়েছে বলে শুনেছি কিন্তু কী উন্নয়ন হয়েছে সেটা চোখে দেখতে পাইনি ।''

সুবলদহ, 25 মে : ভারতীয় স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের ইতিহাসে জ্বলজ্বল করছে মহান বিপ্লবী রাসবিহারী বসুর নাম ৷ পূর্ব বর্ধমানের রায়না থানার সুবলদহ গ্রামে 1886 সালের 25 মে জন্মগ্রহণ করেন তিনি ৷ আজ তাঁর 133 তম জন্মবার্ষিকী ৷ কিন্তু এতদিন পর তাঁর জন্মভিটার কী অবস্থা ৷ কেমন আছে তাঁর সুবলদহ ?

গ্রামে পৌঁছাতে এখনও ভরসা সেই কাঁচা মাটির রাস্তা ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল এখনও বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়েই গ্রামে ঢুকতে হয় ৷ আজ তাঁর জন্মদিনে গ্রামে নেই কোনও আড়ম্বর, উৎসব বা উম্মাদনা ৷ তাঁর আবক্ষ মূর্তিতে বরাদ্দ শুধুমাত্র কয়েকটি ফুলের মালা ৷ তবে শুধু মাত্র একটি আবক্ষ মূর্তি ৷ এছাড়া গ্রামে তাঁর বসত ভিটেরও কোনও চিহ্ন নেই ৷

আজও ওই গ্রামে গেলে দেখা যাবে চারিদিকে অনুন্নয়নের ছাপ । কাঁচা মাটির রাস্তা । রাসবিহারী বসুর জন্মভিটে আজ মাটিতে মিশে গেছে । কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল থেকে রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রীরা ছুটে এসেছেন এই গ্রামে । দিয়ে গেছেন একাধিক প্রতিশ্রুতি । এমনকী, রাজ্য সরকারের তরফে 42 লাখ টাকা রাসবিহারী বসুর জন্মভিটা সংরক্ষণের জন্য অনুমোদন করা হয়েছে বলে খবর । তারপর কেটে গেছে কয়েক বছর । শুধুমাত্র একটা সিমেন্টের দেওয়াল ছাড়া আর কিছুই হয়নি ৷ আজ তাঁর জন্ম ভিটায় গেলে দেখা যাবে সেখানে চরছে গরু-ছাগল । গ্রামবাসীরা বলছেন এখানে কী উন্নয়ন হয়েছে জানি না৷ প্রশাসনের তরফে শুধুমাত্র একটা বাঁশের বেড়া দেওয়া হয়েছে ।

রাসবিহারী বসুর জন্মভিটায় প্রবেশ করতে গেলে আজও পেরোতে হয় মাটির রাস্তা....

এক গ্রামবাসী দিব্যেন্দু মাল বলেন,‘‘ বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে সুবলদহ গ্রামে এখনও কাঁচা মাটির রাস্তা । তবে কিছুদিন আগে গ্রামে পাকা রাস্তার কাজ কিছুটা এগিয়েছে । কিন্তু জন্মভিটে পর্যন্ত এখনও পাকা রাস্তা হয়নি । এখনও পর্যন্ত বর্ষাকালে গ্রামে মানুষ চলাচল করতে পারে না । শুনেছি কয়েক লাখ টাকা রাজ্যসভা অনুমোদন করেছে । সেই টাকায় উন্নয়ন হয়েছে বলে শুনেছি কিন্তু কী উন্নয়ন হয়েছে সেটা চোখে দেখতে পাইনি ।''

Last Updated : May 26, 2020, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.