ETV Bharat / state

cpim publishe candidate list: মেমারি পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ সিপিএমের - cpim publishe candidate list

২৭ ফেব্রুয়ারি আসানসোল পুরনিগমের ভোট (27 february election at east burdwan) । ১৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআইএম (published candidate list) ।

cpim
cpim
author img

By

Published : Feb 3, 2022, 11:03 PM IST

মেমারি, 3 ফেব্রুয়ারি: বেজে গিয়েছে পুর ভোটের দামামা । ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পুর ভোটের দিন(27 february election at east burdwan) । আগামি 27 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের 6 জেলায় পুর ভোট । বৃহস্পতিবার আসানসোলে 16টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআইএম (cpim published candidate list)।
আরও পড়ুন: Police e Bike in Burdwan: পূর্ব বর্ধমানের পৌর এলাকায় ই-বাইকে পুলিশি নজরদারি

সিপিআইএম প্রকাশিত প্রার্থী তালিকা অনুয়ায়ী মেমারী পুরসভার 1 নং ওয়ার্ডে সিপিএমের প্রার্থী পীযূষকান্তি বিশ্বাস, 2 নং ওয়ার্ডে অনিল মুখার্জি, 3 নং ওয়ার্ডটি মহিলা সংরক্ষি হওয়ায় মায়া হাজরাকে প্রার্থী করা হয়েছে । 4 নং ওয়ার্ডে প্রকান্ত কুমার, 5 নং ওয়ার্ডে সুভাষ ক্ষেত্রপাল, 6 নং ওয়ার্ডে রমজান আলি মন্ডল, 7 নং ওয়ার্ডে মহিলা প্রার্থী অরুন্ধতী ঘোষ । 8 নং ওয়ার্ডটি তপশিলি জাতি মহিলা দ্বারা সংরক্ষিত । ওই ওয়ার্ডে সিপিএম প্রার্থী বন্দনা ধারা । 9 নং ওয়ার্ডে সীতারাম হাঁসদা, 10 নং ওয়ার্ডে ইমানুল হোসেন মল্লিক, 11 নং ওয়ার্ডে মোবিরা বিবি শেখ, 12 নং ওয়ার্ডে সন্দীপ মান্না, 13 নং ওয়ার্ডে মায়া পাখিরা, 14 নং ওয়ার্ডে তন্ময় মন্ডল, 15 নং ওয়ার্ডে মেঘা আলম ও 16 নং ওয়ার্ডে বাবলু মান্ডিকে প্রার্থী করেছে সিপিএম ।

আরও পড়ুন:East Burdwan CPIM : পূর্ব বর্ধমানে সিপিআইএম’র নতুন জেলা সম্পাদক হলেন সৈয়দ হোসেন

সিপিএমের অভিযোগ বিগত তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল দুর্নীতিগ্রস্থ । তারা কোনও উন্নয়ন করেনি । তাই মানুষের জীবনমানের সামগ্রিক বিষয়কে গুরুত্ব দিতে চাইছে সিপিএম । গত পুরসভা নির্বাচনে 16টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । দুটি আসনে সিপিএম । একটা করে আসন পায় কংগ্রেস, পিডিএস ও নির্দলের প্রার্থীরা । সিপিএমের অভিযোগ বিগত তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল দুর্নীতিগ্রস্থ।তারা কোন উন্নয়ন করেনি । তাই মানুষের জীবনমানের সামগ্রিক বিষয়কে গুরুত্ব দিতে চাইছে সিপিএম । মেমারি পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি এখনও পর্যন্ত কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি (did not published candidate list)।

মেমারি, 3 ফেব্রুয়ারি: বেজে গিয়েছে পুর ভোটের দামামা । ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পুর ভোটের দিন(27 february election at east burdwan) । আগামি 27 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের 6 জেলায় পুর ভোট । বৃহস্পতিবার আসানসোলে 16টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিআইএম (cpim published candidate list)।
আরও পড়ুন: Police e Bike in Burdwan: পূর্ব বর্ধমানের পৌর এলাকায় ই-বাইকে পুলিশি নজরদারি

সিপিআইএম প্রকাশিত প্রার্থী তালিকা অনুয়ায়ী মেমারী পুরসভার 1 নং ওয়ার্ডে সিপিএমের প্রার্থী পীযূষকান্তি বিশ্বাস, 2 নং ওয়ার্ডে অনিল মুখার্জি, 3 নং ওয়ার্ডটি মহিলা সংরক্ষি হওয়ায় মায়া হাজরাকে প্রার্থী করা হয়েছে । 4 নং ওয়ার্ডে প্রকান্ত কুমার, 5 নং ওয়ার্ডে সুভাষ ক্ষেত্রপাল, 6 নং ওয়ার্ডে রমজান আলি মন্ডল, 7 নং ওয়ার্ডে মহিলা প্রার্থী অরুন্ধতী ঘোষ । 8 নং ওয়ার্ডটি তপশিলি জাতি মহিলা দ্বারা সংরক্ষিত । ওই ওয়ার্ডে সিপিএম প্রার্থী বন্দনা ধারা । 9 নং ওয়ার্ডে সীতারাম হাঁসদা, 10 নং ওয়ার্ডে ইমানুল হোসেন মল্লিক, 11 নং ওয়ার্ডে মোবিরা বিবি শেখ, 12 নং ওয়ার্ডে সন্দীপ মান্না, 13 নং ওয়ার্ডে মায়া পাখিরা, 14 নং ওয়ার্ডে তন্ময় মন্ডল, 15 নং ওয়ার্ডে মেঘা আলম ও 16 নং ওয়ার্ডে বাবলু মান্ডিকে প্রার্থী করেছে সিপিএম ।

আরও পড়ুন:East Burdwan CPIM : পূর্ব বর্ধমানে সিপিআইএম’র নতুন জেলা সম্পাদক হলেন সৈয়দ হোসেন

সিপিএমের অভিযোগ বিগত তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল দুর্নীতিগ্রস্থ । তারা কোনও উন্নয়ন করেনি । তাই মানুষের জীবনমানের সামগ্রিক বিষয়কে গুরুত্ব দিতে চাইছে সিপিএম । গত পুরসভা নির্বাচনে 16টি আসনের মধ্যে 11টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । দুটি আসনে সিপিএম । একটা করে আসন পায় কংগ্রেস, পিডিএস ও নির্দলের প্রার্থীরা । সিপিএমের অভিযোগ বিগত তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল দুর্নীতিগ্রস্থ।তারা কোন উন্নয়ন করেনি । তাই মানুষের জীবনমানের সামগ্রিক বিষয়কে গুরুত্ব দিতে চাইছে সিপিএম । মেমারি পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি এখনও পর্যন্ত কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি (did not published candidate list)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.