ETV Bharat / state

হাসপাতাল থেকে নিখোঁজ কোরোনা রোগী, অভিযোগ পরিবারের - Patient missing from Hospital at Burdwan

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তার আর কোন খোঁজ মেলেনি বলে পরিবারের লোকেদের দাবি । বুধবার সারাদিন তার পরিবারের লোকজন হাসপাতালের বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি শুরু করে । এরপর খোঁজ না মেলায় হাসপাতাল সুপার এবং বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানায় তার পরিবার।

হাসপাতাল থেকে নিখোঁজ কোরোনা রোগী
ছবি
author img

By

Published : Apr 28, 2021, 10:21 PM IST

বর্ধমান, 28 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটোয়ার বাসিন্দা আনোয়ার শেখ । তাঁর পরিবারের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আনোয়ার শেখের কোনও খোঁজ মিলছে না । বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করেছে রোগীর পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আনোয়ার শেখের পরিবার সূত্রে জানা গেছে কাটোয়ার খাজুরডিহি এলাকার বাসিন্দা আনোয়ার শেখ । অসুস্থ অবস্থায় তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে তা কোরোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থাকে বর্ধমানের কৃষি খামারের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তার আর কোন খোঁজ মেলেনি বলে পরিবারের লোকেদের দাবি । বুধবার সারাদিন তার পরিবারের লোকজন হাসপাতালের বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি শুরু করে । এরপর খোঁজ না মেলায় হাসপাতাল সুপার এবং বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানায় তার পরিবার।

আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে একদিনই মৃত 77 জন

আনোয়ার শেখের ছেলে হায়াতুল্লাহ শেখ বলেন, "বাবার করোনা পজিটিভ ধরা পড়ায় তাকে কৃষি খামারে রাখা হয়েছিল। এরপর ফোন করে খবর নিতে যাওয়ার সময় জানতে পারি বাবাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সেইমতো মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতালে খোঁজ নিতে গেলে সেখানে বাবার খোঁজ পাইনি। আজ বুধবার সারাদিন খোঁজখবর করে কোন সন্ধান পাইনি ।এরপরে হাসপাতাল সুপার এবং বর্ধমান থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে।"

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

বর্ধমান, 28 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটোয়ার বাসিন্দা আনোয়ার শেখ । তাঁর পরিবারের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আনোয়ার শেখের কোনও খোঁজ মিলছে না । বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করেছে রোগীর পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আনোয়ার শেখের পরিবার সূত্রে জানা গেছে কাটোয়ার খাজুরডিহি এলাকার বাসিন্দা আনোয়ার শেখ । অসুস্থ অবস্থায় তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে তা কোরোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থাকে বর্ধমানের কৃষি খামারের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তার আর কোন খোঁজ মেলেনি বলে পরিবারের লোকেদের দাবি । বুধবার সারাদিন তার পরিবারের লোকজন হাসপাতালের বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি শুরু করে । এরপর খোঁজ না মেলায় হাসপাতাল সুপার এবং বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানায় তার পরিবার।

আরও পড়ুন : আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে একদিনই মৃত 77 জন

আনোয়ার শেখের ছেলে হায়াতুল্লাহ শেখ বলেন, "বাবার করোনা পজিটিভ ধরা পড়ায় তাকে কৃষি খামারে রাখা হয়েছিল। এরপর ফোন করে খবর নিতে যাওয়ার সময় জানতে পারি বাবাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সেইমতো মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতালে খোঁজ নিতে গেলে সেখানে বাবার খোঁজ পাইনি। আজ বুধবার সারাদিন খোঁজখবর করে কোন সন্ধান পাইনি ।এরপরে হাসপাতাল সুপার এবং বর্ধমান থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে।"

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.