ETV Bharat / state

অনুপাত বাড়ছে কোরোনা সুস্থ রোগীদের, স্বস্তি প্রশাসনের

সুখবর পূর্ব বর্ধমানে ৷ কোরোনা রোগীর সংখ্যা কমছে ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বহু মানুষ ৷ জানিয়েছে জেলা প্রশাসন ৷

burdwan corona positive
burdwan corona positive
author img

By

Published : Jun 6, 2020, 5:05 AM IST

পূর্ব বর্ধমান, 6 জুন : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পূর্ব বর্ধমান জেলায় সেই সংখ্যা কমতে শুরু করেছে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের দাবি গত দুই দিনে সব থেকে বেশি কোরোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।

জেলায় এখনও পর্যন্ত মোট 121 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরমধ্যে 85 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । এখনও ভরতি আছেন মোট 36 জন। কেউ মারা যায়নি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলাতে কোরোনা রোগী সুস্থ হয়ে যাওয়ার সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জনকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে । গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় মোট সাতজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কাটোয়া পুরসভা এলাকায় দু'জন, বর্ধমান এক ব্লকে একজন, ভাতার ব্লকে একজন, মঙ্গলকোটে একজন ও কেতুগ্রাম এক ব্লকে দু'জন আক্রান্ত হয়েছেন ।

জেলাশাসক বিজয় ভারতী বলেন, "নতুন করে যাঁরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন তারা সকলেই পরিযায়ী শ্রমিক । যদিও জেলায় কমতে শুরু করেছে কোয়ারানটিন সেন্টারের সংখ্যা। এখন জেলায় মোট সেন্টারের সংখ্যা 945 টি। 11195 জন মানুষ সেন্টারগুলিতে আছেন।"

পূর্ব বর্ধমান, 6 জুন : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পূর্ব বর্ধমান জেলায় সেই সংখ্যা কমতে শুরু করেছে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের দাবি গত দুই দিনে সব থেকে বেশি কোরোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।

জেলায় এখনও পর্যন্ত মোট 121 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরমধ্যে 85 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । এখনও ভরতি আছেন মোট 36 জন। কেউ মারা যায়নি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলাতে কোরোনা রোগী সুস্থ হয়ে যাওয়ার সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে 8 থেকে 10 জনকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে । গত 24 ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় মোট সাতজন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কাটোয়া পুরসভা এলাকায় দু'জন, বর্ধমান এক ব্লকে একজন, ভাতার ব্লকে একজন, মঙ্গলকোটে একজন ও কেতুগ্রাম এক ব্লকে দু'জন আক্রান্ত হয়েছেন ।

জেলাশাসক বিজয় ভারতী বলেন, "নতুন করে যাঁরা কোরোনায় আক্রান্ত হচ্ছেন তারা সকলেই পরিযায়ী শ্রমিক । যদিও জেলায় কমতে শুরু করেছে কোয়ারানটিন সেন্টারের সংখ্যা। এখন জেলায় মোট সেন্টারের সংখ্যা 945 টি। 11195 জন মানুষ সেন্টারগুলিতে আছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.