বর্ধমান , 17 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের আতঙ্ক এবার প্রভাব ফেলছে ইলেকট্রনিক্স জিনিসের বাজারে । বিশেষ করে চিন থেকে আসা মোবাইল ফোন এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম বাড়তে শুরু করেছে । কোরোনার প্রভাবেই বাজারে মন্দা দেখা দিয়েছে । এমনটাই মনে করছে বর্ধমানের ব্যবসায়ীরা ।
ব্যবসায়ীদের অভিযোগ , কোরোনা ভাইরাসের আতঙ্ককে হাতিয়ার করে চিনা জিনিসপত্রের দাম বাড়ানো শুরু হয়েছে । মেমোরি কার্ড, হার্ডডিস্ক, হেডফোন সহ অন্যান্য জিনিসের দাম প্রায় 30 থেকে 40 শতাংশ বেড়ে গেছে । ফলে জিনিস কিনতে এসে দাম শুনে ফিরে যাচ্ছে ক্রেতারা । এমনকী, আগের থেকে অর্ডার নিয়ে রাখা মোবাইল সহ অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে । হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারাও অতিরিক্ত দাম দিতে চাইছে না । ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে ।
এই প্রসঙ্গে , বর্ধমানের মোবাইল ব্যবসায়ী সুজয় বিশ্বাস বলেন, "কোরোনা ভাইরাসের কারণে আমদানি-রপ্তানি অনেকটা কমে গেছে । মোবাইল ফোন সহ মেমোরি কার্ড, হেডফোন অন্যান্য জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে । ফলে জিনিস কিনতে এসে ঘুরে চলে যাচ্ছেন খদ্দেররা । আর আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে ।" তবে কয়েকজন ব্যবসায়ীদের মতে, চিনা জিনিসের দাম সেভাবে বাড়েনি । কোরোনা ভাইরাসকে হাতিয়ার করে বাজারে গুজব ছড়ানো হচ্ছে ।