ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 77

পূর্ব বর্ধমানে নতুন করে 77 জনের কোরোনো পজ়িটিভ ধরা পড়েছে । মারা গেছে দু'জন । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 8,952 জন ও মৃতের সংখ্যা 135 জন ।

Corona infection in purba bardhaman
পূর্ব বর্ধমানে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Nov 17, 2020, 7:12 AM IST

বর্ধমান, 17 নভেম্বর : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হল আরও 77 জন । এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 8 হাজার 952 জন । মৃত্যু হয়েছে দু'জনের । এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল 135 জন ।

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত মোট 8 হাজার 952 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 8 হাজার 245 জন । 538 জনের চিকিৎসা চলছে । 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 166 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । এছাড়া অন্য রাজ্য থেকে ফিরে কোয়ারানটিনে রয়েছে 27 জন ।

আক্রান্ত 77 জনের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় তিন জন, কালনা পৌরসভা এলাকায় পাঁচ জন, কাটোয়া এলাকায় এক জন, মেমারি পৌরসভা এলাকায় চার জন, ভাতার ব্লকের আট জন, বর্ধমান এক নম্বর ব্লকে দু'জন, বর্ধমান দু'নম্বর ব্লকে তিন জন, কালনা এক নম্বর ব্লকে পাঁচ জন, কালনা দু'নম্বর ব্লকে 6 জন, কাটোয়া এক নম্বর ব্লকে দু'জন, কাটোয়া দু'নম্বর ব্লকে এক জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে দু'জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে এক জন, খন্ডঘোষ ব্লকে এক জন, মন্তেশ্বর ব্লকে চার জন, মেমারি এক নম্বর ব্লকে নয় জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে দু'জন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকে দশ জন, রায়না দু'নম্বর ব্লকে দু'জন আক্রান্ত হয়েছেন । এছাড়া ভিন জেলা থেকে বর্ধমানে চিকিৎসা করতে আসার পর ছ'জনের শরীরে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ।

আক্রান্তদের মধ্যে ন'জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 68 জন উপসর্গহীন । কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে 7 জন । কারওর ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

বর্ধমান, 17 নভেম্বর : পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হল আরও 77 জন । এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 8 হাজার 952 জন । মৃত্যু হয়েছে দু'জনের । এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল 135 জন ।

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত মোট 8 হাজার 952 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 8 হাজার 245 জন । 538 জনের চিকিৎসা চলছে । 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 166 জন । মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । এছাড়া অন্য রাজ্য থেকে ফিরে কোয়ারানটিনে রয়েছে 27 জন ।

আক্রান্ত 77 জনের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় তিন জন, কালনা পৌরসভা এলাকায় পাঁচ জন, কাটোয়া এলাকায় এক জন, মেমারি পৌরসভা এলাকায় চার জন, ভাতার ব্লকের আট জন, বর্ধমান এক নম্বর ব্লকে দু'জন, বর্ধমান দু'নম্বর ব্লকে তিন জন, কালনা এক নম্বর ব্লকে পাঁচ জন, কালনা দু'নম্বর ব্লকে 6 জন, কাটোয়া এক নম্বর ব্লকে দু'জন, কাটোয়া দু'নম্বর ব্লকে এক জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে দু'জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে এক জন, খন্ডঘোষ ব্লকে এক জন, মন্তেশ্বর ব্লকে চার জন, মেমারি এক নম্বর ব্লকে নয় জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে দু'জন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকে দশ জন, রায়না দু'নম্বর ব্লকে দু'জন আক্রান্ত হয়েছেন । এছাড়া ভিন জেলা থেকে বর্ধমানে চিকিৎসা করতে আসার পর ছ'জনের শরীরে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ।

আক্রান্তদের মধ্যে ন'জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 68 জন উপসর্গহীন । কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে 7 জন । কারওর ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.