ETV Bharat / state

Burdwan Covid Rule : লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সপ্তাহে দু'দিন বাজার বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের - বর্ধমানের কোভিড সংক্রমণ

সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও রবিবার বর্ধমান শহরের সমস্ত দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সম্পূর্ণ বন্ধ চা ও খাবারের দোকানগুলি ৷ কিন্তু এরপরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে (Burdwan Covid Rule) ।

Burdwan Covid Rule
Burdwan Covid Rule
author img

By

Published : Jan 16, 2022, 7:08 PM IST

বর্ধমান, 16 জানুয়ারি : জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে 747 জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে শুধুমাত্র বর্ধমান পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা 266 জন । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বর্ধমান শহরের জেলা প্রশাসন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে । সপ্তাহে দু'দিন বৃহস্পতিবার ও রবিবার সমস্ত দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সম্পূর্ণ বন্ধ চা ও খাবারের দোকানগুলি ৷ কিন্তু এরপরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে । ফলে সপ্তাহে দু‘দিন বাজার দোকান বন্ধ করে কী লাভ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা ।

সপ্তাহে দু'দিন দোকান বাজার বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসা । ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের সিদ্ধান্তকে মেনে নিয়ে তাঁরা ব্যবসায় ক্ষতি স্বীকার করছেন । কারণ সপ্তাহে একদিন রবিবার বাজারে সবচেয়ে বেশি কেনাবেচা হয় । অথচ দেখা যাচ্ছে পথচলতি সাধারণ মানুষই সচেতন নন । বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন না । পুলিশ প্রশাসনের তরফে সচেতন করার কাজ চললেও সাধারণ মানুষ সচেতন নন বলে দাবি ব্যবসায়ীদের । আর সেই কারণে বাজার বন্ধ থাকার পরও করোনা সংক্রমণ বাড়ছে (Burdwan Covid Rule)।

আরও পড়ুন : Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ

সবজি ব্যবসায়ী শেখ রসু বলেন, ‘‘সপ্তাহে দুদিন রবিবার ও বৃহস্পতিবার কাঁচামালের ব্যবসা আমরা বন্ধ করে দিচ্ছি । অথচ দেখা যাচ্ছে মানুষ সচেতন নয় । বেশিরভাগ মানুষই মাস্ক ছাড়াই বাজারে আসছেন । সপ্তাহে দুদিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া আছে । বুধবার যে সবজি আমরা কিনে আনি, তা পাইকারি বিক্রির জন্য ৷ একদিনে সব সবজি বিক্রি হয় না । ফলে পড়ে থেকে নষ্ট হয় । এছাড়া রবিবার বাজার বন্ধ রাখলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় । আমরা ক্ষতি স্বীকার করছি ৷ কিন্তু এরপরেও তো বর্ধমান শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাহলে যে উদ্দেশ্যে নিয়ে প্রশাসন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তা কি আদৌ সফল হচ্ছে ?’’

বর্ধমান, 16 জানুয়ারি : জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে 747 জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে শুধুমাত্র বর্ধমান পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা 266 জন । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বর্ধমান শহরের জেলা প্রশাসন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে । সপ্তাহে দু'দিন বৃহস্পতিবার ও রবিবার সমস্ত দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সম্পূর্ণ বন্ধ চা ও খাবারের দোকানগুলি ৷ কিন্তু এরপরও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে । ফলে সপ্তাহে দু‘দিন বাজার দোকান বন্ধ করে কী লাভ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা ।

সপ্তাহে দু'দিন দোকান বাজার বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসা । ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের সিদ্ধান্তকে মেনে নিয়ে তাঁরা ব্যবসায় ক্ষতি স্বীকার করছেন । কারণ সপ্তাহে একদিন রবিবার বাজারে সবচেয়ে বেশি কেনাবেচা হয় । অথচ দেখা যাচ্ছে পথচলতি সাধারণ মানুষই সচেতন নন । বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন না । পুলিশ প্রশাসনের তরফে সচেতন করার কাজ চললেও সাধারণ মানুষ সচেতন নন বলে দাবি ব্যবসায়ীদের । আর সেই কারণে বাজার বন্ধ থাকার পরও করোনা সংক্রমণ বাড়ছে (Burdwan Covid Rule)।

আরও পড়ুন : Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ

সবজি ব্যবসায়ী শেখ রসু বলেন, ‘‘সপ্তাহে দুদিন রবিবার ও বৃহস্পতিবার কাঁচামালের ব্যবসা আমরা বন্ধ করে দিচ্ছি । অথচ দেখা যাচ্ছে মানুষ সচেতন নয় । বেশিরভাগ মানুষই মাস্ক ছাড়াই বাজারে আসছেন । সপ্তাহে দুদিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া আছে । বুধবার যে সবজি আমরা কিনে আনি, তা পাইকারি বিক্রির জন্য ৷ একদিনে সব সবজি বিক্রি হয় না । ফলে পড়ে থেকে নষ্ট হয় । এছাড়া রবিবার বাজার বন্ধ রাখলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় । আমরা ক্ষতি স্বীকার করছি ৷ কিন্তু এরপরেও তো বর্ধমান শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাহলে যে উদ্দেশ্যে নিয়ে প্রশাসন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তা কি আদৌ সফল হচ্ছে ?’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.