বর্ধমান, 10 নভেম্বর: "আমি মস্তান নই কিন্তু ফুঁ দিয়ে মস্তান তৈরি করি" প্রকাশ্য মঞ্চ থেকে এই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার বলে এসেছে তৃণমূল গুন্ডা মস্তান দিয়ে লড়াই করে ভোট লুঠ করে জেতে। মন্ত্রী নিজেও সেটা স্বীকার করে নিলেন, তারা মস্তান তৈরি করেন ।
তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে মেমারির সাতগেছিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন। তিনি বলেন কিছু ছেলে মাথায় ফেটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে । তাদের হুঁশিয়ারি দিয়ে হাত ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি ।
আরও জানা গিয়েছে, মেমারি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল চলে আসছে। দিন কয়েক আগে বড় পলাশন এলাকায় দুই গোষ্ঠীর মারামারিতে তিন জন আহত হন । পুলিশ দশ জনকে গ্রেফতার করে।এমনিতেই দুই গোষ্ঠীর মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল। পঞ্চায়েত নির্বাচনের সময় দলীয় কোন্দল চরমে ওঠে । এক গোষ্ঠীর লোকেদের পঞ্চায়েতে টিকিট দেওয়া হয়নি । এমনকি পঞ্চায়েত নির্বাচনে অনেকে জেতার পরে প্রধান হওয়ার দাবিদার হলেও সেই তালিকা থেকে বাদ যায় তচাঁদের নাম । এরা সকলেই মন্ত্রীর বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কোন্দল মেটাতে জেলা নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয় । এমনকি মন্ত্রী নিজেও তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ দু-একজন নেতার নাম করে, পুলিশ যাতে তাদের গ্রেফতার করে সেই নির্দেশ দেন।
কিন্তু পুলিশ মৌখিক কথায় নিশ্চুপ থাকায় পুলিশের বিরুদ্ধেও তোপ দাগেন মন্ত্রী। ফলে সেই কোন্দল রয়েই গিয়েছে। মনে করা হচ্ছে দলের বিরোধী গোষ্ঠীকে বার্তা দিতেই বিজয়া সম্মিলনির মঞ্চকে মন্ত্রী বেছে নিয়েছেন ৷ ভিডিয়োতে তে দেখা যাচ্ছে, মঞ্চ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন, "বাঘ সিংহ সব গর্তে চলে গেল আর তোমরা মশা মাছি আর কত কাল ফুটবে । আমার কাছে নাম আছে কিন্তু কারও নাম করতে চাই না। হাত তোলা বন্ধ কর, না হলে হাত ভেঙে গুড়িয়ে দেব একদম । আমি মস্তান নই। কিন্তু ফু দিয়ে মস্তান তৈরি করি । আর মস্তান না হলে তেল পড়া, পানি পড়া কানে দেব মস্তান হয়ে যাবে।" মন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি ৷
আরও পড়ুন:
1. ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না, নাম না-করে নওশাদকে জবাব অভিষেকের
2. বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর