ETV Bharat / state

অসমের 30 জন শ্রমিককে ফেরানোর ব্যবস্থা যুব কংগ্রেস সভাপতির - কোরোনা

প্রথমে তাঁদের খাবার ব্যবস্থা করে দেন তিনি । এরপর চেষ্টা করতে থাকেন ফেরানোর জন্য । প্রথমে একজনের ও পরে 30 জনের ফেরার অনুমতি মেলে । গতকাল অসমের উদ্দেশে একটি বাসে করে রওনা দেন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 11, 2020, 12:04 PM IST

বর্ধমান, 11 মে : অসম থেকে পূর্ব বর্ধমানে কাজের জন্য এসেছিলেন 30 জন শ্রমিক । লকডাউনের শুরুতেই কাজ বন্ধ হয়ে যায় । ভেবেছিলেন, লকডাউন উঠলে বাড়ি ফিরে যাবেন । কিন্তু লকডাউনের সময়সীমা বাড়তে থাকায় সমস্যায় পড়েন তাঁরা । ফুরাতে থাকে সঞ্চয়ের টাকা। বাড়িওয়ালাও চাপ দিতে থাকেন ভাড়ার জন্য । প্রশাসনের কাছে গেলে কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি করেন তাঁরা । এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যে এগিয়ে আসেন পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার । গতকাল একটি বাসে এই 30 জনকে অসমে ফেরানোর ব্যবস্থা করেন তিনি ।

ভিনরাজ্য থেকে এসে আটকে পড়া শ্রমিকদের কী অবস্থা, তাঁদের বাড়ি ফেরার বিষয়- এসব দেখার জন্য পূর্ব বর্ধমান জেলায় দলের তরফে দায়িত্ব দেওয়া হয় গৌরব সমাদ্দারকে । এই 30 জনের আটকে থাকার খবরটিও তাঁর কাছে পৌঁছায় । প্রথমে তাঁদের খাবারের ব্যবস্থা করে দেন তিনি । এরপর তাঁদের ফেরানোর উদ্যোগ নেন। নানা টানাপোড়েনের পর 30 জনকে ফেরানোর অনুমতি মেলে । তাঁদের ফেরাতে একটি বাসের ব্যবস্থা করা হয় ।

অবশেষে গতকাল তাঁরা ওই বাসে করে রওনা দেন অসমের বরপেটার উদ্দেশে । বাসে ওঠার সময় তাঁদের ফুলের স্তবক ও গোলাপ দিয়ে সংবর্ধনা জানান গৌরব সমাদ্দার । এবিষয়ে কয়েকজন বলেন, বাড়ি ফিরে যেতে পারার বিষয়টা অনিশ্চিত ছিল । বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি । সকলেই ভেঙে পড়েছিলাম । গৌরবদা ভগবানের মতো আমাদের সাহায্য করলেন, উনি না থাকলে বাড়ি ফিরতেই পারতাম না ।

বর্ধমান, 11 মে : অসম থেকে পূর্ব বর্ধমানে কাজের জন্য এসেছিলেন 30 জন শ্রমিক । লকডাউনের শুরুতেই কাজ বন্ধ হয়ে যায় । ভেবেছিলেন, লকডাউন উঠলে বাড়ি ফিরে যাবেন । কিন্তু লকডাউনের সময়সীমা বাড়তে থাকায় সমস্যায় পড়েন তাঁরা । ফুরাতে থাকে সঞ্চয়ের টাকা। বাড়িওয়ালাও চাপ দিতে থাকেন ভাড়ার জন্য । প্রশাসনের কাছে গেলে কোনও ব্যবস্থা হয়নি বলে দাবি করেন তাঁরা । এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যে এগিয়ে আসেন পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার । গতকাল একটি বাসে এই 30 জনকে অসমে ফেরানোর ব্যবস্থা করেন তিনি ।

ভিনরাজ্য থেকে এসে আটকে পড়া শ্রমিকদের কী অবস্থা, তাঁদের বাড়ি ফেরার বিষয়- এসব দেখার জন্য পূর্ব বর্ধমান জেলায় দলের তরফে দায়িত্ব দেওয়া হয় গৌরব সমাদ্দারকে । এই 30 জনের আটকে থাকার খবরটিও তাঁর কাছে পৌঁছায় । প্রথমে তাঁদের খাবারের ব্যবস্থা করে দেন তিনি । এরপর তাঁদের ফেরানোর উদ্যোগ নেন। নানা টানাপোড়েনের পর 30 জনকে ফেরানোর অনুমতি মেলে । তাঁদের ফেরাতে একটি বাসের ব্যবস্থা করা হয় ।

অবশেষে গতকাল তাঁরা ওই বাসে করে রওনা দেন অসমের বরপেটার উদ্দেশে । বাসে ওঠার সময় তাঁদের ফুলের স্তবক ও গোলাপ দিয়ে সংবর্ধনা জানান গৌরব সমাদ্দার । এবিষয়ে কয়েকজন বলেন, বাড়ি ফিরে যেতে পারার বিষয়টা অনিশ্চিত ছিল । বারবার আবেদন করা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি । সকলেই ভেঙে পড়েছিলাম । গৌরবদা ভগবানের মতো আমাদের সাহায্য করলেন, উনি না থাকলে বাড়ি ফিরতেই পারতাম না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.