বর্ধমান, 23 জুলাই : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের ভয় দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, বিষয়টি জানাজানি হলে তাদের কেরিয়ার নিয়ে সংশয় দেখা দেবে বলেও হুমকি দেন তিনি । এমনকী তিনি নিজে আত্মহত্যা করলে ওই সব ছাত্রীদের নাম জড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ। বিষয়টি জানিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি মেইল করা হয়েছে । অডিয়ো ক্লিপিংস ও চ্যাটের কয়েকটি স্ক্রিন শটও মেইল করা হয়েছে ।
অভিযোগ, ওই অধ্যাপক ছাত্রীদের কবিতা লিখে পাঠাতেন । তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। হোয়াটসঅ্যাপে নীল ছবির ভিডিয়ো পাঠাতেন । কোনও ছাত্রী ঘনিষ্ঠ হতে রাজি না হলে কেরিয়ার নষ্ট করে দেওয়ার ভয় দেখতেন । তিনি PHD-র বডিতে আছেন । তাই তার কথা অমান্য করলে ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলেও হুমকি দিতেন বলে অভিযোগ ।
অডিয়ো ক্লিপিংসে অধ্যাপকের পরিবারের সদস্যদের বলতে শোনা গেছে, ওই অধ্যাপকের সংসারের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি নোংরামি করে গেছেন দিনের পর দিন।(অডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করেনি ETV ভারত)।
ওই বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠবে ছোটো ছোটো মেয়েরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে তাদের নিরাপত্তা কোথায়।”
অভিযুক্ত অধ্যাপক বলেন, “আমি যতদূর জানি অভিযোগগুলো বানানো । যে সব ক্যান্ডিডেটকে ঘিরে অভিযোগ করা হচ্ছে তারা কেউ অভিযোগ করেনি । যদি অভিযোগ হয় তাহলে তদন্ত হোক । সত্য বেরিয়ে আসবে ।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, “একটা মেইল পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।”