মন্তেশ্বর, 31 মে: মামার বাড়ি গিয়ে মা ও ভাইবোনেদের সঙ্গে পুকুরের জলে স্নান করতে নেমেছিল বছর দশেকের সূর্য বাগ । মা যখন তাদের স্নান করাচ্ছিল সেই সময় তার মাকে কেউ ফোন করে । সেই ফোন রিসিভ করতে মা পাড়ে উঠতেই সেই সময় সূর্য পা হড়কে জলে পড়ে যায় । নিমেষে সে জলে তলিয়ে যায় । পরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা । বুধবার ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের রাইপুরে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূর্যদের বাড়ি মন্তেশ্বরের সাহাপুর গ্রামে । সে স্থানীয় একটা স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র । গত সোমবার মায়ের সঙ্গে দশহরা পুজো উপলক্ষে মন্তেশ্বরের রাইপুরে মামার বাড়িতে যায় । বুধবার দুপুরে সূর্য তার মায়ের সঙ্গে পাশের একটা পুকুরের জলে স্নান করতে নামে । জলে নেমে সে মামার বাড়ির এলাকায় ভাই ও বন্ধুদের সঙ্গে খেলা করছিল । এদিকে সেই সময় তার মায়ের মোবাইলে ফোন করতেই তা রিসিভ করতে উঠতেই অসাবধানবশত পা হড়কে সূর্য জলে পড়ে যায় । নিমেষে সে তলিয়ে যায় ।
এদিকে মা মনে করে ছেলে বাড়ি চলে গিয়েছে সেই ভেবে বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে । অন্যান্যদের কাছ থেকে সূর্যর জলে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জলে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করে । জলের মধ্যে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । মন্তেশ্বর ব্লক হাসপাতালে তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । স্থানীয় বাসিন্দা স্বপন শীল বলেন,"রাইগ্রামে মামার বাড়িতে পুজো দেখতে গিয়েছিল । সেখানে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় । তার সঙ্গে থাকা অন্যান্য বাচ্চারা বাড়িতে খবর দেয় । সেই খবর পেয়ে গ্রামবাসীরা জলে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করতেই মৃত অবস্থায় তারা শিশুটিকে উদ্ধার করে ।
সূর্য বাগের মামা রানা মাঝি বলেন, "সূর্যর মা স্নান করাতে নিয়ে গিয়েছিল । চার ভাইবোন মিলে স্নান করতে গিয়েছিল । সেই সময় তার মায়ের ফোনে কেউ কল করে । এদিকে জলের মধ্যে হঠাৎ করে সূর্য পড়ে যায় । নিমেষেই সে তলিয়ে যায়। প্রথমে তার মা ছেলেকে খোঁজাখুঁজি শুরু করে । পরে যখন অন্যান্যদের কাছ থেকে জানতে পারে জলে পড়ে গিয়েছে তখন স্থানীয়রা জলে খোঁজাখুঁজি শুরু করলে তার মৃতদেহ উদ্ধার হয় ।"
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই