ETV Bharat / state

সরকারি জায়গায় BJP-র কার্যালয় তৈরিতে বাধা তৃণমূলের, সংঘর্ষ - East Burdwan

সরকারি জায়গা দখল করতে যাওয়ায় BJP-কে বাধা দেয় তৃণমূল ৷ তারপরই শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

তৃণমূল-BJP সংঘর্ষ
তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jun 15, 2020, 3:22 AM IST

Updated : Jun 15, 2020, 1:06 PM IST

জামালপুর, 14 জুন : BJP-র কার্যালয় তৈরি করাকে কেন্দ্র করে অশান্ত জামালপুরের আজাপুরে ৷ জাতীয় সড়কের পাশে চৌমাথায় সরকারি জায়গা দখল করতে যাওয়ার সঙ্গে সঙ্গেই BJP-কে বাধা দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ তারপরই বচসা, হাতাহাতি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামালপুর থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷ পুলিশের হস্তক্ষেপে BJP ওই জায়গায় দলীয় কার্যালয় করতে না পেরে ফিরে যায় ৷

স্থানীয় তৃণমূল নেতা মধ্যম ঘোষ অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় জোর করে BJP তাঁদের দলীয় কার্যালয় তৈরি করতে চেয়েছিল ৷ তারা দুষ্কৃতীদের নিয়ে এসে জোর করে দলীয় পতাকা পুঁতে দেয় ৷ ওই জমি দখল করতে গেলে স্থানীয় মানুষ পুলিশের কাছে অভিযোগ জানায় ৷ তারপর পুলিশ এসে BJP কর্মীদের সরিয়ে দেয় ৷

তৃণমূল BJP-কে এভাবে আটকাতে পারবে না, মন্তব্য সায়ন্তন বসুর

ঘটনাচক্রে আজ পূর্ব বর্ধমানের কার্যালয়ে দলীয় কাজে আসেন BJP রাজ্য নেতা সায়ন্তন বসু ৷ তিনি এই ঘটনার প্রেক্ষিতে জানান, দলের পক্ষ থেকে সেখানে কার্যালয় করতে গিয়েছিল ৷ কিন্তু, তাদের উপর তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় ৷ এভাবে BJP-কে আটকানো যাবে ? তাঁর অভিযোগ, "তৃণমূলের তিনটে কাজ ৷ প্রথমটি BJP-র কার্যকর্তাদের মারধর করা ৷ দ্বিতীয়টি BJP কর্মীদের কেস দেওয়া ৷ তৃতীয়টি BJP কর্মীদের হুমকি দেওয়া ৷ এর বাইরে তৃণমূলের কোনও কাজ নেই ৷"

জামালপুর, 14 জুন : BJP-র কার্যালয় তৈরি করাকে কেন্দ্র করে অশান্ত জামালপুরের আজাপুরে ৷ জাতীয় সড়কের পাশে চৌমাথায় সরকারি জায়গা দখল করতে যাওয়ার সঙ্গে সঙ্গেই BJP-কে বাধা দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ তারপরই বচসা, হাতাহাতি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় জামালপুর থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷ পুলিশের হস্তক্ষেপে BJP ওই জায়গায় দলীয় কার্যালয় করতে না পেরে ফিরে যায় ৷

স্থানীয় তৃণমূল নেতা মধ্যম ঘোষ অভিযোগ করে বলেন, সরকারি জায়গায় জোর করে BJP তাঁদের দলীয় কার্যালয় তৈরি করতে চেয়েছিল ৷ তারা দুষ্কৃতীদের নিয়ে এসে জোর করে দলীয় পতাকা পুঁতে দেয় ৷ ওই জমি দখল করতে গেলে স্থানীয় মানুষ পুলিশের কাছে অভিযোগ জানায় ৷ তারপর পুলিশ এসে BJP কর্মীদের সরিয়ে দেয় ৷

তৃণমূল BJP-কে এভাবে আটকাতে পারবে না, মন্তব্য সায়ন্তন বসুর

ঘটনাচক্রে আজ পূর্ব বর্ধমানের কার্যালয়ে দলীয় কাজে আসেন BJP রাজ্য নেতা সায়ন্তন বসু ৷ তিনি এই ঘটনার প্রেক্ষিতে জানান, দলের পক্ষ থেকে সেখানে কার্যালয় করতে গিয়েছিল ৷ কিন্তু, তাদের উপর তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় ৷ এভাবে BJP-কে আটকানো যাবে ? তাঁর অভিযোগ, "তৃণমূলের তিনটে কাজ ৷ প্রথমটি BJP-র কার্যকর্তাদের মারধর করা ৷ দ্বিতীয়টি BJP কর্মীদের কেস দেওয়া ৷ তৃতীয়টি BJP কর্মীদের হুমকি দেওয়া ৷ এর বাইরে তৃণমূলের কোনও কাজ নেই ৷"

Last Updated : Jun 15, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.