কাটোয়া, 22 অক্টোবর : পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিশেষ সাংগঠনিক বৈঠক ডেকেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ যে বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের উপস্থিত থাকার কথা ৷ কিন্তু সেই বৈঠক শুরু আগেই সভাস্থলে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ৷ চেয়ার তুলে একে অপরের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে ৷ পরে সেখানে উপস্থিত অন্যান্য বিজেপি কর্মীরাই পরিস্থিতি সামাল দেয় ৷
জানা গিয়েছে, মূলত পুরনো এবং নব্য বিজেপির মধ্যেই এই দ্বন্দ্ব ৷ পুরনো বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, যারা নতুন দলে ঢুকেছে, তারা শুরু থেকেই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে ৷ ভোটের পর থেকে বহু বিজেপি কর্মী ঘরছাড়া ৷ তাঁদের ঘরে ফেরানোর কোনও চেষ্টাই করছে না শীর্ষ নেতৃত্ব ৷ পাল্টা যারা নতুন বিজেপিতে গিয়েছে, তারা নিজেদের দাপট দেখাতে শুরু করেছে ৷ আর এ নিয়েই আজ বিজেপির বিশেষ সাংগঠনিক সভার আগে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ সেই বচসাই হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷ যার জেরে চেয়ার, টেবিল ভাঙচুরও করা হয় বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Fuel Price Hike : 95 শতাংশ ভারতীয় পেট্রল ব্যবহার করেন না, দাবি বিজেপি মন্ত্রীর
তবে, বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠকে এমন গোষ্ঠীদ্বন্দ্ব যে দলের ভাবমূর্তি নষ্ট করবে, তা মানছে জেলা নেতৃত্ব ৷ যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির পূর্ব বর্ধমানের শীর্ষ নেতারা ৷
আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের