ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষ কেতুগ্রামে, বোমাবাজির অভিযোগ - political clash

কেতুগ্রামে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ায় । BJP কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।

ভাঙচুর করা হয়েছে জিনিসপত্র
author img

By

Published : Jul 29, 2019, 1:58 AM IST

কেতুগ্রাম, 29 জুলাই : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় । বোমাবাজিও হয় বলে অভিযোগ । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি । রবিবার রাত পর্যন্ত কোনওপক্ষই কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেনি । তবে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুচপুর গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বীরভূমের বাসাপাড়ায় একটি সভার আয়োজন করেছিল তৃণমূল । ওই সভায় যাওয়ার জন্য ওইদিন দুপুরে কেতুগ্রামের পালিটা বাসস্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে । বাসটিতে তিলডাঙা ও পালিটা গ্রামের বেশ কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন । সেই সময় তিলডাঙা মোড়ে ৪-৫ জন BJP কর্মী বসে গল্পগুজব করছিলেন । বাসটি তিলডাঙা দিয়ে যাওয়ার সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় ।

সন্ধ্যা নাগাদ বাসাপাড়া থেকে ফেরার পথে বাসটি তিলডাঙা মোড়ে আসতেই সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে BJP কর্মীদের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । খবর পেয়ে ঘটনাস্থানে কেতুগ্রাম থানার পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে কিছু লোকজন ইট ছুড়তে শুরু করে দেয় । এরপর পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে ।

তিলডাঙা গ্রামের বাসিন্দা কেতুগ্রাম-১ ব্লকের BJP যুবমোর্চার সহ সভাপতি সৌমিত্র রায়ের অভিযোগ, "সন্ধ্যায় ওই ঘটনার পর ওইদিন রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ পুলিশের মদতে ৪০-৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার ও আমাদের দলের দুই কর্মী খাজু থান্ডার ও কপিল মাঝির বাড়িতে হামলা চালায় । বাড়ির লোহার গ্রিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা । তারপর বাসনপত্রসহ অন্য সামগ্রী ভাঙচুর করে । পাশাপাশি রাজু থান্ডারের বাড়ি থেকে দু’ভরি সোনার গয়না, নগদ ১৫-১৬ হাজার টাকা, ২ টি মোবাইলসহ সমস্ত সচিত্র পরিচয়পত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ । তাঁর পালটা অভিযোগ, "বাসাপাড়া থেকে আমাদের কর্মীরা বাড়ি ফেরার সময় BJP-র লোকজন মত্ত অবস্থায় আমাদের কর্মীদের উপর হামলা করে । গ্রামে ঢুকতে বাধা দেয় । পুলিশের সামনেই ওরা হামলা চালায় ।"

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটা গন্ডগোল ঘটেছিল । পুলিশ গিয়ে সামাল দেয় । তবে লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি । পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে । তবে রবিবার রাত পর্যন্ত কোনও দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি ।

কেতুগ্রাম, 29 জুলাই : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় । বোমাবাজিও হয় বলে অভিযোগ । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি । রবিবার রাত পর্যন্ত কোনওপক্ষই কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেনি । তবে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুচপুর গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বীরভূমের বাসাপাড়ায় একটি সভার আয়োজন করেছিল তৃণমূল । ওই সভায় যাওয়ার জন্য ওইদিন দুপুরে কেতুগ্রামের পালিটা বাসস্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে । বাসটিতে তিলডাঙা ও পালিটা গ্রামের বেশ কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন । সেই সময় তিলডাঙা মোড়ে ৪-৫ জন BJP কর্মী বসে গল্পগুজব করছিলেন । বাসটি তিলডাঙা দিয়ে যাওয়ার সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় ।

সন্ধ্যা নাগাদ বাসাপাড়া থেকে ফেরার পথে বাসটি তিলডাঙা মোড়ে আসতেই সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে BJP কর্মীদের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । খবর পেয়ে ঘটনাস্থানে কেতুগ্রাম থানার পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে কিছু লোকজন ইট ছুড়তে শুরু করে দেয় । এরপর পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে ।

তিলডাঙা গ্রামের বাসিন্দা কেতুগ্রাম-১ ব্লকের BJP যুবমোর্চার সহ সভাপতি সৌমিত্র রায়ের অভিযোগ, "সন্ধ্যায় ওই ঘটনার পর ওইদিন রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ পুলিশের মদতে ৪০-৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার ও আমাদের দলের দুই কর্মী খাজু থান্ডার ও কপিল মাঝির বাড়িতে হামলা চালায় । বাড়ির লোহার গ্রিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা । তারপর বাসনপত্রসহ অন্য সামগ্রী ভাঙচুর করে । পাশাপাশি রাজু থান্ডারের বাড়ি থেকে দু’ভরি সোনার গয়না, নগদ ১৫-১৬ হাজার টাকা, ২ টি মোবাইলসহ সমস্ত সচিত্র পরিচয়পত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ । তাঁর পালটা অভিযোগ, "বাসাপাড়া থেকে আমাদের কর্মীরা বাড়ি ফেরার সময় BJP-র লোকজন মত্ত অবস্থায় আমাদের কর্মীদের উপর হামলা করে । গ্রামে ঢুকতে বাধা দেয় । পুলিশের সামনেই ওরা হামলা চালায় ।"

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটা গন্ডগোল ঘটেছিল । পুলিশ গিয়ে সামাল দেয় । তবে লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি । পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে । তবে রবিবার রাত পর্যন্ত কোনও দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি ।

Intro:বিজেপি তৃণমূল সংঘর্ষ কেতুগ্রামে,বোমাবাজির অভিযোগ

পুলক যশ, কেতুগ্রাম

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায়। চলে বোমাবাজিও বলে অভিযোগ। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। রবিবার রাত পর্যন্ত কোনপক্ষই কেতুগ্রাম থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে। তবে পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুচপুর গনহত্যা দিবস উপলক্ষে শনিবার বিকেলে বীরভুমের বাসাপাড়ায় একটি সভার আয়োজন করেছিল তৃণমূল। ওই সভায় যাওয়ার জন্য ওইদিন দুপুরে কেতুগ্রামের পালিটা বাসস্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে । বাসটিতে তিলডাঙ্গা ও পালিটা গ্রামের বেশ কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন । সেই সময় তিলডাঙ্গা মোড়ে ৪-৫ জন বিজেপি কর্মী বসে গল্পগুজব করছিলেন । বাসটি তিলডাঙ্গা দিয়ে দু পক্ষের মধ্যে আজেবাজে মন্তব্য করা শুরু হয়।
কিন্তু সন্ধ্যা নাগাদ বাসাপাড়া থেকে ফেরার পথে বাসটি তিলডাঙ্গা মোড়ে আসতেই সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে এনিয়ে তুমুল বচসা বেধে যায় । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে কিছু লোকজন ইঁট পাটকেল ছুড়তে শুরু করে দেয় । এরপর পুলিশ লাঠি চার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে।
তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা কেতুগ্রাম-১ ব্লকের যুবমোর্চার সহ সভাপতি সৌমিত্র রায়ের অভিযোগ, ‘সন্ধ্যায় ওই ঘটনার পর ওইদিন রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ পুলিশের মদতে ৪০-৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি আমার ও আমাদের দলের দুই কর্মী খাজু থান্ডার ও কপিল মাঝির বাড়িতে হামলা চালায় । বাড়ির লোহার গ্রিল ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতিরা । তারপর বাসনপত্রসহ অনান্য সামগ্রী ভাঙচুর চালায় । পাশাপাশি রাজু থান্ডারের বাড়ি থেকে দু’ভরি সোনার গহনা,নগদ ১৫-১৬ হাজার টাকা,২ টি মোবাইলসহ সমস্ত সচিত্র পরিচয়পত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ । তাঁর পালটা অভিযোগ, ‘বাসাপাড়া থেকে আমাদের কর্মীরা বাড়ি ফেরার সময় বিজেপির কিছু মদ্যপ লোকজন আমাদের কর্মীদের উপর হামলা করে । গ্রামে ঢুকতে বাধা দেয় । পুলিশের সামনেই ওরা হামলা চালায় ।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটা গন্ডগোল ঘটেছিল। পুলিশ গিয়ে সামাল দেয়।তবে লাঠিচার্জের কোন ঘটনা ঘটেনি। পুলিশ স্বতপ্রনোদিত মামলা দায়ের করেছে।তবে রবিবার রাত পর্যন্ত কোন দলের পক্ষ থেকেই কোন অভিযোগ দায়ের করা হয়নি।Body:কেতুগ্রামে সংঘর্ষ Conclusion:বিজেপি তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.