মঙ্গলকোট, 5 নভেম্বর : তৃণমূল নেতা ডালিম শেখের খুনের ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে CID । CID-র একটা দল গোপন সূত্রে খবর পেয়ে ওই খুনে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম ঝন্টু শেখ, লাল্টু শেখ ও উজ্জ্বল শেখ । ধৃতদের বাড়ি মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামে । মঙ্গলকোটের কৈচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
মঙ্গলকোটের শিমুলিয়া অঞ্চল তৃণমূল নেতা ডালিম শেখকে 2017 সালের 19 জুলাই নিগন বাসস্ট্যান্ডে গুলি করে খুন করা হয় । এই খুনের ঘটনায় তৃণমূলের অন্য গোষ্ঠীর নাম জড়ায় । ঘটনার পর নিহতের দাদা আসাদুল্লা শেখ 15 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন । এই ঘটনায় প্রথমে পুলিশ তদন্ত শুরু করে ।
পরে পুলিশের কাছ থেকে তদন্তভার নেওয়ার পর মোট 18 জনকে গ্রেপ্তার করে CID । এরপর ফের তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হল । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে চার দিনের জন্য CID হেফাজতে পাঠানো হয় ।