ETV Bharat / state

বর্ধমানে শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার 1 - শক্তিগড়

রবিবার রাতে শিশু অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ । ধৃতের নাম শেখ রবিউল ওরফে সুলতান ৷ তার বাড়ি শক্তিগড়ের সিনেমাতলায় ।

ফটো
author img

By

Published : Oct 14, 2019, 8:24 PM IST

শক্তিগড় , 14 অক্টোবর : রবিবার রাতে শিশু অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ । ধৃতের নাম শেখ রবিউল ওরফে সুলতান ৷ তার বাড়ি শক্তিগড়ের সিনেমাতলায় ।

উল্লেখ্য ,গতকাল শক্তিগড়ে দোকানের সামনে থেকে অপহৃত হয় পাঁচ বছরের অনীশ ওঝা । বিকালে হাত পা বাঁধা অবস্থায় ঝোপ থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন । ঘটনাটি পুর্ব বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়ার । রবিবার সকাল 11 টার সময় দোকানের সামনে থেকেই অনীশকে অপহরণ করা হয় । অনীশকে খুঁজে না পেয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন অনিশের বাবা ।

CCTV তে দেখা যায়, মিষ্টির দোকানের সামনে দুটি লাল রঙের গাড়ি পাশাপাশি দাঁড়িয়েছিল । একটি গাড়ি অনীশদের, অপর লাল রংয়ের গাড়িটি দোকানের খদ্দেরের । শিশুটিকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হচ্ছে । বিকাল 4 সময় ফোন আসে 5 লাখ টাকার মুক্তিপণ চেয়ে । ফোনে বলা হয় যে গাড়ির চালকের হাত দিয়ে 5 লাখ টাকা পাঠাতে হবে তবেই শিশুটিকে ফেরত দেওয়া হবে । এরপর বিকালে জাতীয় সড়কের পাশে কাঁদরসোনা এলাকার ঝোঁপে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা । অনীশকে উদ্ধার করে তার কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে চান ৷ শিশুটি উত্তরে তার বাবার দোকানের নাম বলে ৷ পরে আমড়ায় তাদের দোকানে যোগাযোগ করা হয় । তারপরই শিশুটিকে ফিরে পান বাড়ির লোকেরা ৷

পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুটির বাড়ির গাড়ি চালককেও নজরে রাখা হয়েছে । ড্রাইভারের কাছে মাদক পাওয়ার অভিযোগে তাকেও গ্রেপ্তার হয়েছে । তবে কী কারণে তারা অপহরণের ছক তৈরি তা খতিয়ে দেখছে পুলিশ । প্রথমে পুলিশের নজরে গাড়িচালক থাকলেও পরে যে ব্যক্তির মোবাইল থেকে মুক্তিপণ চেয়ে ফোন আসে, তাকে গ্রেপ্তার করা হয় ।

শক্তিগড় , 14 অক্টোবর : রবিবার রাতে শিশু অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ । ধৃতের নাম শেখ রবিউল ওরফে সুলতান ৷ তার বাড়ি শক্তিগড়ের সিনেমাতলায় ।

উল্লেখ্য ,গতকাল শক্তিগড়ে দোকানের সামনে থেকে অপহৃত হয় পাঁচ বছরের অনীশ ওঝা । বিকালে হাত পা বাঁধা অবস্থায় ঝোপ থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন । ঘটনাটি পুর্ব বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়ার । রবিবার সকাল 11 টার সময় দোকানের সামনে থেকেই অনীশকে অপহরণ করা হয় । অনীশকে খুঁজে না পেয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন অনিশের বাবা ।

CCTV তে দেখা যায়, মিষ্টির দোকানের সামনে দুটি লাল রঙের গাড়ি পাশাপাশি দাঁড়িয়েছিল । একটি গাড়ি অনীশদের, অপর লাল রংয়ের গাড়িটি দোকানের খদ্দেরের । শিশুটিকে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হচ্ছে । বিকাল 4 সময় ফোন আসে 5 লাখ টাকার মুক্তিপণ চেয়ে । ফোনে বলা হয় যে গাড়ির চালকের হাত দিয়ে 5 লাখ টাকা পাঠাতে হবে তবেই শিশুটিকে ফেরত দেওয়া হবে । এরপর বিকালে জাতীয় সড়কের পাশে কাঁদরসোনা এলাকার ঝোঁপে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা । অনীশকে উদ্ধার করে তার কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে চান ৷ শিশুটি উত্তরে তার বাবার দোকানের নাম বলে ৷ পরে আমড়ায় তাদের দোকানে যোগাযোগ করা হয় । তারপরই শিশুটিকে ফিরে পান বাড়ির লোকেরা ৷

পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুটির বাড়ির গাড়ি চালককেও নজরে রাখা হয়েছে । ড্রাইভারের কাছে মাদক পাওয়ার অভিযোগে তাকেও গ্রেপ্তার হয়েছে । তবে কী কারণে তারা অপহরণের ছক তৈরি তা খতিয়ে দেখছে পুলিশ । প্রথমে পুলিশের নজরে গাড়িচালক থাকলেও পরে যে ব্যক্তির মোবাইল থেকে মুক্তিপণ চেয়ে ফোন আসে, তাকে গ্রেপ্তার করা হয় ।

Intro:অপহরণের মোটিভ কি ছিল খতিয়ে দেখছে পুলিশ

সন্তোষ দাস, শক্তিগড়


রবিবার রাতে শিশু অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম শেখ রবিউল ওরফে সুলতান পুলিশ। জানিয়েছে অপহৃত শিশুটির বাড়ির ড্রাইভার কেও নজরে রাখা হয়েছে।ড্রাইভারের কাছে মাদক পাওয়া গেছে এই অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে।তবে কি কারণে তারা অপহরণের ছক কষলো তা খতিয়ে দেখছে পুলিশ। প্রথমে পুলিশের নজরে গাড়ির ড্রাইভার থাকলেও পরে যে ব্যক্তির মোবাইল থেকে মুক্তিপণ চেয়ে ফোন আসে। তাকে গ্রেফতার করা হয়।

সোমবার ধৃত শেখ রবিউলকে আদালতে তোলা হয়। তার বাড়ি শক্তিগড়ের সিনেমাতলায়। শিশু অপহরণ ঘিরে-ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।গতরকাল শক্তিগড়ে দোকানের সামনে থেকে অপহৃত হয় পাঁচ বছরের ছোট্ট অনীশ ওঝা।বিকালে হাত পা বাঁধা অবস্থায় ঝোপ থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। ঘটনাটি পূর্ববর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়ায়।জাতীয় সড়কের ধারে বলিরাম ওঝার ল্যাংচার দোকান আছে।রবিবার সকাল ১১ টার সময় দোকানের সামনে থেকেই অনীশকে অপহরণ করা হয়। অনীশকে খুঁজে না পেয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন অনিশের বাবা।
সিসিটিভিতে দেখা যায় তাদের ল্যাংচার দোকানের সামনে দুটি লাল রংয়ের গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে ছিল ।একটি গাড়ি অনীশদের। অপর লাল রংয়ের গাড়িটি দোকানের খদ্দেরের ।শিশুটি কে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হচ্ছে। বিকাল ৪টের সময় ফোন আসে ৫ লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে।ফোনে বলা হয়; তাদের গাড়ির চালকের হাত দিয়ে পাঁচ লক্ষ টাকা পাঠাতে।তবেই শিশুটিকে ফেরৎ দেওয়া হবে ।এরপর বিকালে জাতীয় সড়কের পাশে কাঁদরসোনা এলাকায় ঝোঁপে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। অনীশকে উদ্ধার করে তার কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে আমড়ায় তাদের দোকানে যোগাযোগ করা হয়। তারপরই শিশুটিকে ফিরে পান বাড়ির লোকেরা।Body:অপহরণের মোটিভ Conclusion:কি ছিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.