ETV Bharat / state

ভোট ছেড়ে ভাত-ঘুম জওয়ানদের ! - polling station

জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে ভাতঘুম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । পরে ওই বুথের পোলিং অফিসাররা তাঁদের ডেকে তোলেন ।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
author img

By

Published : Apr 29, 2019, 4:23 PM IST

Updated : Apr 29, 2019, 4:31 PM IST

জামালপুর, 29 এপ্রিল: একদিকে রোদের মধ্যে লম্বা লাইনে প্রতীক্ষারত ভোটারদের ভিড় । আর অন্যদিকে ভোটকেন্দ্রেরই একটি ঘরে খাওয়া-দাওয়া করে দুপুরের ভাত-ঘুম দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান । এই ছবিই ধরা পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে ।

বুথের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটাররা । অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বুথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কিন্ত যেখানে জওয়ানদের বন্দুক কাঁধে নিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানে তাঁরাই নাক ডেকে ঘুমোচ্ছেন !

ভিডিয়োয় দেখুন

বেঞ্চের উপরে শুয়ে ঘুমোতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে । পরে পোলিং অফিসাররা ওই জওয়ানদের ডাকতে যান । বেশ কয়েকবার ডাকার পর তাঁরা ঘুম থেকে ওঠেন । পোলিং অফিসাররা তাঁদের ডিউটির কথা স্মরণ করিয়ে দেন । এর পর উঠে তাঁরা সংশ্লিষ্ট বুথে নিজেদের ডিউটি শুরু করেন ।

জামালপুর, 29 এপ্রিল: একদিকে রোদের মধ্যে লম্বা লাইনে প্রতীক্ষারত ভোটারদের ভিড় । আর অন্যদিকে ভোটকেন্দ্রেরই একটি ঘরে খাওয়া-দাওয়া করে দুপুরের ভাত-ঘুম দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান । এই ছবিই ধরা পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে ।

বুথের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটাররা । অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বুথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । কিন্ত যেখানে জওয়ানদের বন্দুক কাঁধে নিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সেখানে তাঁরাই নাক ডেকে ঘুমোচ্ছেন !

ভিডিয়োয় দেখুন

বেঞ্চের উপরে শুয়ে ঘুমোতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে । পরে পোলিং অফিসাররা ওই জওয়ানদের ডাকতে যান । বেশ কয়েকবার ডাকার পর তাঁরা ঘুম থেকে ওঠেন । পোলিং অফিসাররা তাঁদের ডিউটির কথা স্মরণ করিয়ে দেন । এর পর উঠে তাঁরা সংশ্লিষ্ট বুথে নিজেদের ডিউটি শুরু করেন ।

Intro:কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘুমায় বুথের পাশের ঘরে

পুলক যশ, জামালপুর


ভোটারদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন। তাদের দায়িত্বে থাকার কথা কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী অবশ্য আছে। কিন্তু ভাত খেয়ে তারা লম্বা ভাত ঘুম দিয়েছে। এমন চিত্রই দেখা গেছে জামালপুরে।
জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ নং বুথে গিয়ে দেখা গেল বেঞ্চের উপরে শুয়ে লম্বা ঘুম দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। পোলিং অফিসার সেই ঘরে ঢুকে জওয়ানদের ডাকতে যান। বেশ কয়েকবার ডাকার পরে তারা ঘুম থেকে ওঠেন।Body:জওয়ান ঘুমায়Conclusion:বুথের পাশে
Last Updated : Apr 29, 2019, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.