বর্ধমান, 30 সেপ্টেম্বর : পৌরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । অথচ প্রকাশ্যে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন বিধায়ক ৷ বর্ধমান শহরের 18 নং ওয়ার্ডের এক কর্মিসভায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলার প্রদীপ রহমানকে ফের টিকিট দেওয়া হবে বলে দাবি করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস । শুধু তাই নয়, তাঁর আরও বক্তব্য, প্রদীপ রহমানকে বিপুল ভোটে জেতাতে হবে যাতে অন্য কেউ এখানে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ না পায় ।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । বিজেপির দাবি, যেভাবে বিধায়কের সঙ্গে পৌরপ্রশাসকের রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে বিধায়ক নিজের দল ভারী করার জন্য নেতা কর্মীদের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, বিধায়ক আবেগের বশে এই কথাটি বলেছেন । বুধবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মঞ্চে দাঁড়িয়ে বলেন, "আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, যে আপনাদের জন্য কাজ করে, সুখ-দুঃখে আপনাদের খবর রাখে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু মানুষের জন্য কাজ করে সেই প্রদীপ রহমানের সঙ্গে আপনারা থেকে এই ওয়ার্ডকে আরও শক্তিশালী করুন । সামনের দিনে প্রদীপ যে পৌরসভার ভোটে দাঁড়াবেন সেটা নিয়ে কোনও সন্দেহ নেই । তাঁকে বিপুল ভোটে জেতান । যাতে এখানে অন্য কেউ দাঁড়ানোর সুযোগ না পায় ।"
আরও পড়ুন : Child Malutrition: শিশু অপুষ্টিতে প্রথমসারিতে মালদা, সচেতনতা ক্যাম্প কেন্দ্রের
এ প্রসঙ্গে বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভার কনভেনার কল্লোল নন্দন বলেন, "ভোটই ঘোষণা হয়নি তার আগে কে প্রার্থী হবে তা নিয়ে উঠে পড়ে লেগেছে । আসলে বিধায়ক বনাম পৌর প্রশাসকের যে লড়াই শুরু হয়েছে সেটা শহরবাসী দেখছে । তাই বিধায়ককে নিজের দলের লোক ধরে রাখার জন্য বিভিন্ন দলীয় নেতা-কর্মীকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে । টিকিট তো তাঁর দল দেবে । এই শিক্ষা বিধায়কের থাকা উচিত ছিল । তৃণমূল ব্যক্তি ভিত্তিক সংগঠন ।" অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, "টিকিটের ব্যাপার তো দল ঠিক করবে । বিধায়ক গেছেন কর্মী সম্মেলনে । তাই হয়তো আবেগের বশে কিছু বলে ফেলেছেন । কিন্তু প্রার্থী তো আসলে দল ঠিক করবে । তাই কে প্রার্থী হবে সেটা দলের ব্যাপার ।"