ETV Bharat / state

যশের আগে বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন বর্ধমান দক্ষিণের বিধায়কের - Burdwan

যশ মোকাবিলায় কোমর বেঁধে পথে নামলেন বিধায়ক খোকন দাস ৷ পরিদর্শন করে দেখলেন দামোদর নদ সংলগ্ন এলাকা ৷ এলাকাবাসীর সুরক্ষার্থে নিলেন একাধিক ব্যবস্থা ৷

The MLA of Burdwan South himself took to the road to confront Yaas
The MLA of Burdwan South himself took to the road to confront Yaas
author img

By

Published : May 26, 2021, 7:21 AM IST

বর্ধমান , 26 মে : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পথে নামলেন বিধায়ক খোকন দাস ৷ গতকাল দামোদর নদ তীরবর্তী এলাকা খতিয়ে দেখলেন তিনি ৷ ভৌগলিক ভাষায় দামোদর নদ হল 'বাংলার দুঃখ' ৷ যশের কবলে পড়ে যাতে এর পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকেই নজর রাখছেন বিধায়ক ৷ এমনকি, বন্যাপ্রবণ এলাকাগুলিতে নিজের ফোন নম্বর দিয়ে এসেছেন বিধায়ক ৷ কোনও সমস্যা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷

আরও পড়ুন : প্যানিক অ্যাটাক ! হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্যও

বিধায়ক খোকন দাস বলেন, "দামোদরের পাড়, ক্যানেল পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করছেন তাঁরা অত্যন্ত চিন্তিত ।... এখানে একটা সেন্টার করা হয়েছে। সেখানে সবাই থাকবে । আশেপাশে যে সমস্ত স্কুল আছে এলাকাবাসীরা সমস্যায় পড়লে সেই স্কুল ঘরে গিয়ে আশ্রয় নেবে । এমন ব্যবস্থাই নেওয়া হয়েছে । কোনও মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছে ।"

The MLA of Burdwan South himself took to the road to confront Yaas
বন্যাপ্রবন এলাকা পরিদর্শনে বিধায়ক খোকন দাস

ঘূর্ণিঝড় মোকাবিলায় বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী ৷ পথে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন তাঁর দলীয় কর্মীদের ৷ দলনেত্রীর সেই আজ্ঞা পালনেই এবার 'ময়দানে' বিধায়ক খোকন দাস ৷

বর্ধমান , 26 মে : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পথে নামলেন বিধায়ক খোকন দাস ৷ গতকাল দামোদর নদ তীরবর্তী এলাকা খতিয়ে দেখলেন তিনি ৷ ভৌগলিক ভাষায় দামোদর নদ হল 'বাংলার দুঃখ' ৷ যশের কবলে পড়ে যাতে এর পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকেই নজর রাখছেন বিধায়ক ৷ এমনকি, বন্যাপ্রবণ এলাকাগুলিতে নিজের ফোন নম্বর দিয়ে এসেছেন বিধায়ক ৷ কোনও সমস্যা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷

আরও পড়ুন : প্যানিক অ্যাটাক ! হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্যও

বিধায়ক খোকন দাস বলেন, "দামোদরের পাড়, ক্যানেল পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করছেন তাঁরা অত্যন্ত চিন্তিত ।... এখানে একটা সেন্টার করা হয়েছে। সেখানে সবাই থাকবে । আশেপাশে যে সমস্ত স্কুল আছে এলাকাবাসীরা সমস্যায় পড়লে সেই স্কুল ঘরে গিয়ে আশ্রয় নেবে । এমন ব্যবস্থাই নেওয়া হয়েছে । কোনও মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছে ।"

The MLA of Burdwan South himself took to the road to confront Yaas
বন্যাপ্রবন এলাকা পরিদর্শনে বিধায়ক খোকন দাস

ঘূর্ণিঝড় মোকাবিলায় বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী ৷ পথে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন তাঁর দলীয় কর্মীদের ৷ দলনেত্রীর সেই আজ্ঞা পালনেই এবার 'ময়দানে' বিধায়ক খোকন দাস ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.