ETV Bharat / state

হামলায় অভিযুক্ত তৃণমূল, বর্ধমান থানা ঘেরাও BJP-র - bjp

BJP কর্মীদের উপর হামলার অভিযোগে গতরাতে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP নেতৃত্ব। অভিযোগ, গতকাল বর্ধমান শহরের কাঞ্চননগর এবং বড়নীলপুর এলাকায় BJP কর্মীদের মারধর করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধুমাত্র BJP করার কারণে কর্মীদের উপর এই হামলা করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে গতরাতে BJP নেতা শ্যামল রায়ের নেতৃত্বে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা।

BJP পতাকা
author img

By

Published : Mar 3, 2019, 2:32 AM IST

বর্ধমান, ৩ মার্চ : BJP কর্মীদের উপর হামলার অভিযোগে গতরাতে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP নেতৃত্ব। অভিযোগ, গতকাল বর্ধমান শহরের কাঞ্চননগর এবং বড়নীলপুর এলাকায় BJP কর্মীদের মারধর করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধুমাত্র BJP করার কারণে কর্মীদের উপর এই হামলা করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে গতরাতে BJP নেতা শ্যামল রায়ের নেতৃত্বে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা।

ঘটনা প্রসঙ্গে শ্যামল রায় বলেন, "শুধুমাত্র BJP করার কারণে দলীয় কর্মী, সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। গতকাল বর্ধমান শহরের কাঞ্চননগর এবং বড়নীলপুর এলাকায় কর্মীদের মারধর করা হয় এবং BJP করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রতিবাদে আমরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাই।" তিনি আরও বলেন, "বিষয়টি বর্ধমান থানার IC-কে জানানো হয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মানুষকে অসুবিধায় ফেলতে চাইছি না। তবে আগামীকাল BJP-র বাইক র‍্যালি কর্মসূচি আছে। সেই সময় যদি কোনও ভাবে তৃণমূল আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা ছেড়ে কথা বলব না।"

undefined

বর্ধমান, ৩ মার্চ : BJP কর্মীদের উপর হামলার অভিযোগে গতরাতে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP নেতৃত্ব। অভিযোগ, গতকাল বর্ধমান শহরের কাঞ্চননগর এবং বড়নীলপুর এলাকায় BJP কর্মীদের মারধর করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শুধুমাত্র BJP করার কারণে কর্মীদের উপর এই হামলা করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে গতরাতে BJP নেতা শ্যামল রায়ের নেতৃত্বে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী, সমর্থকরা।

ঘটনা প্রসঙ্গে শ্যামল রায় বলেন, "শুধুমাত্র BJP করার কারণে দলীয় কর্মী, সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। গতকাল বর্ধমান শহরের কাঞ্চননগর এবং বড়নীলপুর এলাকায় কর্মীদের মারধর করা হয় এবং BJP করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রতিবাদে আমরা বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাই।" তিনি আরও বলেন, "বিষয়টি বর্ধমান থানার IC-কে জানানো হয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মানুষকে অসুবিধায় ফেলতে চাইছি না। তবে আগামীকাল BJP-র বাইক র‍্যালি কর্মসূচি আছে। সেই সময় যদি কোনও ভাবে তৃণমূল আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা ছেড়ে কথা বলব না।"

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.