ETV Bharat / state

লক্ষাধিক টাকার চোরাই সামগ্রী উদ্ধার বর্ধমানে - Burdwan Police recovered stolen goods

প্রায় 1 লাখ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে । চুরিতে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পূর্ব বর্ধমানের DSP (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র জানিয়েছেন, অভিযুক্ত 5 জনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে । পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

Burdwan Police recovered stolen goods
গ্রেপ্তার 5
author img

By

Published : Nov 30, 2019, 9:57 PM IST

বর্ধমান, 30 নভেম্বর : প্রায় 1 লাখ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে । চুরিতে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানা এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ির খোঁজ পায় । শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই বাড়ি ভাড়া নিয়ে চোরাই সামগ্রী মজুত করে রাখা হচ্ছিল । পুলিশি অভিযানে 1600 কেজি অ্যালুমিনিয়াম, 120 টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, 200 কেজি তামা ও পিতলের জিনিসপত্র, 350 কেজি অ্যালুমিনিয়ামের তার, 500 কেজি রাবারের কেবল এবং 250 কেজি আয়রন উদ্ধার হয়েছে ।

পূর্ব বর্ধমানের DSP (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র বলেন, বর্ধমান শহরের হাটু দেওয়ান, দেওয়ান দিঘি সহ বেশ কিছু জায়গা থেকে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বর্ধমান পুলিশ । ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে একজনের বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকায় । বাকি 4 জন বর্ধমান শহরের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চোরাই সামগ্রী বেনফেড লেন এলাকার এক ব্যক্তিকে বিক্রি করা হত । ওই 5 জনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে জানান সৌভিক পাত্র । পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

বর্ধমান, 30 নভেম্বর : প্রায় 1 লাখ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে । চুরিতে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানা এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ির খোঁজ পায় । শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই বাড়ি ভাড়া নিয়ে চোরাই সামগ্রী মজুত করে রাখা হচ্ছিল । পুলিশি অভিযানে 1600 কেজি অ্যালুমিনিয়াম, 120 টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, 200 কেজি তামা ও পিতলের জিনিসপত্র, 350 কেজি অ্যালুমিনিয়ামের তার, 500 কেজি রাবারের কেবল এবং 250 কেজি আয়রন উদ্ধার হয়েছে ।

পূর্ব বর্ধমানের DSP (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র বলেন, বর্ধমান শহরের হাটু দেওয়ান, দেওয়ান দিঘি সহ বেশ কিছু জায়গা থেকে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বর্ধমান পুলিশ । ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে একজনের বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকায় । বাকি 4 জন বর্ধমান শহরের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চোরাই সামগ্রী বেনফেড লেন এলাকার এক ব্যক্তিকে বিক্রি করা হত । ওই 5 জনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে জানান সৌভিক পাত্র । পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

Intro:লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার পুলিশের

পুলক যশ, বর্ধমান

গোপন সূত্রে খবর পেয়ে প্রায় লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহরের লক্ষীপুর মাঠসংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে এই চোরাই মাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে বর্ধমান থানা এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে লক্ষ্মীপুর মাঠসংলগ্ন বেনফেড লেন এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে সেই চোরাই মাল মজুত করে রাখা হচ্ছে। সেই মতো পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায়। সেখান থেকে ১৬০০ কেজি অ্যালুমিনিয়াম, ১২০ টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, ২০০ কেজি তামা ও পিতলের জিনিসপত্র, ৩৫০ কেজি অ্যালুমিনিয়ামের তার, ৫০০ কেজি রাবারের কেবল এবং ২৫০ কেজি আয়রন পুলিশ উদ্ধার করে।
ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র বলেন, বর্ধমান শহরের হাটু দেওয়ান, দেওয়ান দিঘি সহ বেশ কিছু জায়গা থেকে চুরির অভিযোগ জমা পড়েছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। এদের বাড়ি একজনের বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকায়। বাকি চারজন বর্ধমান শহরের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে চোরাই মাল বেনফেড লেন এলাকায় এক ব্যক্তিকে বিক্রি করা হতো। সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। ডিএসপি আরো বলেন পাঁচজনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।Body:লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার পুলিশেরConclusion:লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.