ETV Bharat / state

পরিচয় নিয়ে ধোঁয়াশা, বিদেশ থেকে ফেরা 4 জনের খোঁজে বর্ধমান পুলিশ

author img

By

Published : Mar 23, 2020, 8:40 PM IST

Updated : Mar 23, 2020, 9:18 PM IST

বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা চার জনের খোঁজ পেতে নাজেহাল বর্ধমান জেলা প্রশাসন । তাদের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে ।

Burdwan Police
বর্ধমান পুলিশ

বর্ধমান, 23 মার্চ : নাম থেকে শুরু করে ফোন নম্বর, বাড়ির ঠিকানা সব নিয়েই ধোঁয়াশা রয়েছে । বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা এমনই চার জনের খোঁজ পেতে নাজেহাল বর্ধমান জেলা প্রশাসন । তাই এই সমস্যার সমাধানে প্রতিটি থানার OC ও IC-কে EB অফিসারের সমান ক্ষমতা দিল বর্ধমান জেলা পুলিশ ।

ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা 25 জনকে প্রথমে চিহ্নিত করতে পারছিল না পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । পরে তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করা হয় । পাঁচ জন জেলার বাসিন্দা নয় বলে জানানো হয় প্রশাসনের তরফে । কিন্তু বাকি চার জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি । প্রশাসনের তরফে জানানো হয় ওই চারজনের নাম, ফোন নম্বর ও ঠিকানা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তাই এই বাকি চার জনের খোঁজ পেতে বিশেষ ব্যবস্থা নিল বর্ধমান জেলা পুলিশ ।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, জেলার প্রতিটি থানার OC ও IC-কে EB অফিসারের সমান ক্ষমতা দেওয়া হয়েছে । তাঁরা নির্দেশমতো নিজের থানা এলাকায় BDO ও SDO-দের সঙ্গে যোগাযোগ করে টাস্কফোর্স গঠন করেছে । জেলার প্রতিটি বাজারে এই টাস্কফোর্স নজরদারি শুরু করেছে । ইতিমধ্যে অভিযোগ পেয়ে বর্ধমানের কয়েকজন আলু ব্যবসায়ীকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে । তারা অতিরিক্ত দামে আলু বিক্রি করছিল । পরে তাদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে । মন্তেশ্বরের একটি চায়ের দোকান থেকে 22 টি মাস্ক উদ্ধার করেছে পুলিশ । চায়ের দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে । একইসঙ্গে গুজব ছড়ানোর জন্যও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

বর্ধমান, 23 মার্চ : নাম থেকে শুরু করে ফোন নম্বর, বাড়ির ঠিকানা সব নিয়েই ধোঁয়াশা রয়েছে । বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা এমনই চার জনের খোঁজ পেতে নাজেহাল বর্ধমান জেলা প্রশাসন । তাই এই সমস্যার সমাধানে প্রতিটি থানার OC ও IC-কে EB অফিসারের সমান ক্ষমতা দিল বর্ধমান জেলা পুলিশ ।

ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা 25 জনকে প্রথমে চিহ্নিত করতে পারছিল না পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । পরে তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করা হয় । পাঁচ জন জেলার বাসিন্দা নয় বলে জানানো হয় প্রশাসনের তরফে । কিন্তু বাকি চার জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি । প্রশাসনের তরফে জানানো হয় ওই চারজনের নাম, ফোন নম্বর ও ঠিকানা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তাই এই বাকি চার জনের খোঁজ পেতে বিশেষ ব্যবস্থা নিল বর্ধমান জেলা পুলিশ ।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, জেলার প্রতিটি থানার OC ও IC-কে EB অফিসারের সমান ক্ষমতা দেওয়া হয়েছে । তাঁরা নির্দেশমতো নিজের থানা এলাকায় BDO ও SDO-দের সঙ্গে যোগাযোগ করে টাস্কফোর্স গঠন করেছে । জেলার প্রতিটি বাজারে এই টাস্কফোর্স নজরদারি শুরু করেছে । ইতিমধ্যে অভিযোগ পেয়ে বর্ধমানের কয়েকজন আলু ব্যবসায়ীকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে । তারা অতিরিক্ত দামে আলু বিক্রি করছিল । পরে তাদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে । মন্তেশ্বরের একটি চায়ের দোকান থেকে 22 টি মাস্ক উদ্ধার করেছে পুলিশ । চায়ের দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে । একইসঙ্গে গুজব ছড়ানোর জন্যও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

Last Updated : Mar 23, 2020, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.