ETV Bharat / state

Burdwan Medical College Operation : পেটে কয়েন আর কয়েকশো পেরেক ! সফল অস্ত্রোপচার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের - বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার

শেখ মইনুদ্দিন নামে এক ব্যক্তির পেটে যন্ত্রণা শুরু হয় ৷ তাঁকে প্রথমে বেরসরকারি হাসপাতাল এবং পরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এক্স-রে করলে দেখা যায় পেটের মধ্য়ে জমে রয়েছে কয়েন আর পেরেক (Burdwan Medical College Operation) !

Burdwan Medical College news
বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক দল
author img

By

Published : Jun 17, 2022, 8:28 AM IST

বর্ধমান, 17 জুন : পেটের মধ্যে ত্রিশটিরও বেশি কয়েন ও দু'শোর বেশি পেরেক । বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা এসব মারাত্মক জিনিসপত্র বের করেছেন । এখন ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল (Burdwan Medical College brings out nails and coins from stomach of a man) ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শেখ মইনুদ্দিন ৷ তিনি মঙ্গলকোট এলাকার বাসিন্দা এবং তাঁর মানসিক সমস্যা রয়েছে । গত শনিবার থেকে তিনি খাওয়াদাওয়া বন্ধ করে দেন । পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এক্স-রে করে জানা যায় মইনুদ্দিনের পেটে পেরেক আছে । অস্ত্রোপচার করতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।

সেই টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় মইনুদ্দিনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার । সেখানে তাঁর অস্ত্রোপচারের জন্য আলাদা করে মেডিক্যাল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তাঁর পেট থেকে 250 টি পেরেক, 35টি কয়েন ও বেশ কিছু পাথর কুচি বের করেন চিকিৎসকেরা ।

Nail and Coins after operation
মইনুদ্দিনের পেট থেকে বেরনো পেরেক আর কয়েন

আরও পড়ুন : চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

হাসপাতাল সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, "এই অপারেশন সফল হয়েছে । এর জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মুকুটে আরও একটা পালক যোগ হল ।" মইনুদ্দিনের দাদা শেখ মসলিন উদ্দিন বলেন, "ভাই মানসিক রোগী । যেভাবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে অস্নোপচার করে তাঁর পেট থেকে পেরেক ও কয়েন বের করেছে, তার জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ ।"

বর্ধমান, 17 জুন : পেটের মধ্যে ত্রিশটিরও বেশি কয়েন ও দু'শোর বেশি পেরেক । বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা এসব মারাত্মক জিনিসপত্র বের করেছেন । এখন ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল (Burdwan Medical College brings out nails and coins from stomach of a man) ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শেখ মইনুদ্দিন ৷ তিনি মঙ্গলকোট এলাকার বাসিন্দা এবং তাঁর মানসিক সমস্যা রয়েছে । গত শনিবার থেকে তিনি খাওয়াদাওয়া বন্ধ করে দেন । পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এক্স-রে করে জানা যায় মইনুদ্দিনের পেটে পেরেক আছে । অস্ত্রোপচার করতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।

সেই টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় মইনুদ্দিনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার । সেখানে তাঁর অস্ত্রোপচারের জন্য আলাদা করে মেডিক্যাল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তাঁর পেট থেকে 250 টি পেরেক, 35টি কয়েন ও বেশ কিছু পাথর কুচি বের করেন চিকিৎসকেরা ।

Nail and Coins after operation
মইনুদ্দিনের পেট থেকে বেরনো পেরেক আর কয়েন

আরও পড়ুন : চলছে মস্তিষ্কের অস্ত্রোপচার, গুনগুন করে গজল গাইছেন রোগী

হাসপাতাল সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, "এই অপারেশন সফল হয়েছে । এর জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মুকুটে আরও একটা পালক যোগ হল ।" মইনুদ্দিনের দাদা শেখ মসলিন উদ্দিন বলেন, "ভাই মানসিক রোগী । যেভাবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে অস্নোপচার করে তাঁর পেট থেকে পেরেক ও কয়েন বের করেছে, তার জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.