ETV Bharat / state

Burdwan Gold Traders in scare : সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতী দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের - সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতি দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের

দিনকয়েক আগে শহরের সোনা ব্যবসায়ীদের ডেকে পাঠানো হয় বর্ধমান থানায়। তাদের মৌখিকভাবে জানানো হয় ভিন রাজ্যের এক দুষ্কৃতী দল ঢুকে পড়েছে জেলায় । তাদের সফট টার্গেট মূলত সোনার দোকানগুলি।

Burdwan City Gold Traders In Scare
সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতি দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের
author img

By

Published : Dec 1, 2021, 4:26 PM IST

Updated : Dec 1, 2021, 4:48 PM IST

বর্ধমান, 1 ডিসেম্বর : উত্তরপ্রদেশের একটি দুষ্কৃতী দল ঢুকে পড়েছে শহরে ৷ প্রাথমিকভাবে তাদের টার্গেট শহরের সোনার দোকান বা স্বর্ণ ব্যবসায়ীরা ৷ ইন্টেলিজেন্স মারফত এমন খবর আসতেই নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন (Purba Bardhaman District Police) ৷ আর এই খবরে স্বভাবতই আতঙ্ক গ্রাস করেছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের (Burdwan Gold Traders Are In Scare As A Group Of Miscreants Active In The City) ৷

দিনকয়েক আগে শহরের স্বর্ণ ব্যবসায়ীদের ডেকে পাঠানো হয় বর্ধমান থানায়। তাদের মৌখিকভাবে জানানো হয় ভিন রাজ্যের এক দুষ্কৃতী দল ঢুকে পড়েছে জেলায় (A Group Of Miscreants Active In Burdwan City)। তাদের সফট টার্গেট মূলত সোনার দোকানগুলি। জেলা পুলিশ এই ইস্যুতে শহরের ব্যবসায়ীদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করে ৷ কীভাবে আরও নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একটা প্রাথমিক আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় নিরাপত্তাজনিত কারণে শহরে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি নিজ উদ্যোগে ব্যবসায়ীদের রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়।

সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতী দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের

আরও পড়ুন : শীতের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে বর্ধমানের লঙ্কা চা

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "ব্যবসায়ীদের একটা বিষয়ে সচেতন করা হয়েছে। ভিন রাজ্যের একটি গ্যাং জেলায় সক্রিয় হয়েছে ৷ সেটা এ রাজ্যের গ্যংও হতে পারে । তাই ব্যবসায়ীদের নিজেদের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে । সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশ প্রশাসন সবসময় কড়া নজর রাখছে। তবুও যদি ব্যবসায়ীর আরও সজাগ হলে সকলের পক্ষেই কাজ করা সহজ হবে।"

বর্ধমান, 1 ডিসেম্বর : উত্তরপ্রদেশের একটি দুষ্কৃতী দল ঢুকে পড়েছে শহরে ৷ প্রাথমিকভাবে তাদের টার্গেট শহরের সোনার দোকান বা স্বর্ণ ব্যবসায়ীরা ৷ ইন্টেলিজেন্স মারফত এমন খবর আসতেই নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন (Purba Bardhaman District Police) ৷ আর এই খবরে স্বভাবতই আতঙ্ক গ্রাস করেছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের (Burdwan Gold Traders Are In Scare As A Group Of Miscreants Active In The City) ৷

দিনকয়েক আগে শহরের স্বর্ণ ব্যবসায়ীদের ডেকে পাঠানো হয় বর্ধমান থানায়। তাদের মৌখিকভাবে জানানো হয় ভিন রাজ্যের এক দুষ্কৃতী দল ঢুকে পড়েছে জেলায় (A Group Of Miscreants Active In Burdwan City)। তাদের সফট টার্গেট মূলত সোনার দোকানগুলি। জেলা পুলিশ এই ইস্যুতে শহরের ব্যবসায়ীদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করে ৷ কীভাবে আরও নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একটা প্রাথমিক আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় নিরাপত্তাজনিত কারণে শহরে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি নিজ উদ্যোগে ব্যবসায়ীদের রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়।

সক্রিয় ভিন রাজ্যের দুষ্কৃতী দল, ঘুম উড়েছে বর্ধমান শহরের স্বর্ণ ব্যবসায়ীদের

আরও পড়ুন : শীতের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে বর্ধমানের লঙ্কা চা

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "ব্যবসায়ীদের একটা বিষয়ে সচেতন করা হয়েছে। ভিন রাজ্যের একটি গ্যাং জেলায় সক্রিয় হয়েছে ৷ সেটা এ রাজ্যের গ্যংও হতে পারে । তাই ব্যবসায়ীদের নিজেদের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে । সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশ প্রশাসন সবসময় কড়া নজর রাখছে। তবুও যদি ব্যবসায়ীর আরও সজাগ হলে সকলের পক্ষেই কাজ করা সহজ হবে।"

Last Updated : Dec 1, 2021, 4:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.