ETV Bharat / state

পূর্ব বর্ধমানে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা প্রশাসনের - লকডাউন

পূর্ব বর্ধমানে আলু তোলার কাজে এসেছিলেন বীরভূম , বাঁকুড়া ও পুরুলিয়ার শ্রমিকরা ৷ লকডাউনের জেরে তাঁরা পূর্ব বর্ধমানে আটকে পড়েছিলেন ৷ আজ তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করল জেলা প্রশাসন ৷

Burdwan
বর্ধমান
author img

By

Published : Apr 17, 2020, 11:03 PM IST

বর্ধমান , 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে ভিন জেলা বা ভিন রাজ্যের শ্রমিকরা আটকে পড়েছেন একাধিক জায়গায় ৷ বাড়ি ফিরতে পারছেন না ৷ পূর্ব বর্ধমান জেলায় এরকম ভিন জেলার শ্রমিকরা কাজ করতে এসে এখানেই আটকে যান ৷ তাঁরা 14 দিন ধরে শেল্টার হোমে ছিলেন ৷ এবার তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । শুক্রবার সন্ধ্যায় তাঁদের সরকারি বাসে বাড়ি পাঠানো হয় ।


শুক্রবার সন্ধে নাগাদ দুটি সরকারি বাস বাঁকুড়া , বীরভূমের দিকে রওনা দেয় । ওই শ্রমিকেরা আলুর জমিতে কাজ করার জন্য ভিন জেলা থেকে এসেছিলেন । আলু তোলার কাজ শেষ হলেই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল । কিন্তু লকডাউনের জেরে তাঁরা পূর্ব বর্ধমান জেলায় আটকে পড়েছিলেন । আজ একটি সরকারি বাসে 17 জনকে ও অন্য বাসে 28 জনকে পাঠানো হয় । 17 জনের মধ্যে 15 জন বাঁকুড়া ও দু'জন পুরুলিয়া ফিরছেন । অন্যদিকে , 28 জন বীরভূমে ফিরছেন ।

পুরুলিয়ার এক শ্রমিক সন্ধ্যা বাউড়ি বলেন , "ছেলেকে সঙ্গে নিয়ে জমি থেকে আলু তোলার কাজ করার জন্য বর্ধমানে এসেছিলাম । বাড়িতে আরও দুই ছেলে আছে । লকডাউনের জেরে আটকে পড়েছিলাম । 14 দিন পর বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে ।"

বর্ধমান , 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে ভিন জেলা বা ভিন রাজ্যের শ্রমিকরা আটকে পড়েছেন একাধিক জায়গায় ৷ বাড়ি ফিরতে পারছেন না ৷ পূর্ব বর্ধমান জেলায় এরকম ভিন জেলার শ্রমিকরা কাজ করতে এসে এখানেই আটকে যান ৷ তাঁরা 14 দিন ধরে শেল্টার হোমে ছিলেন ৷ এবার তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । শুক্রবার সন্ধ্যায় তাঁদের সরকারি বাসে বাড়ি পাঠানো হয় ।


শুক্রবার সন্ধে নাগাদ দুটি সরকারি বাস বাঁকুড়া , বীরভূমের দিকে রওনা দেয় । ওই শ্রমিকেরা আলুর জমিতে কাজ করার জন্য ভিন জেলা থেকে এসেছিলেন । আলু তোলার কাজ শেষ হলেই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল । কিন্তু লকডাউনের জেরে তাঁরা পূর্ব বর্ধমান জেলায় আটকে পড়েছিলেন । আজ একটি সরকারি বাসে 17 জনকে ও অন্য বাসে 28 জনকে পাঠানো হয় । 17 জনের মধ্যে 15 জন বাঁকুড়া ও দু'জন পুরুলিয়া ফিরছেন । অন্যদিকে , 28 জন বীরভূমে ফিরছেন ।

পুরুলিয়ার এক শ্রমিক সন্ধ্যা বাউড়ি বলেন , "ছেলেকে সঙ্গে নিয়ে জমি থেকে আলু তোলার কাজ করার জন্য বর্ধমানে এসেছিলাম । বাড়িতে আরও দুই ছেলে আছে । লকডাউনের জেরে আটকে পড়েছিলাম । 14 দিন পর বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.