বর্ধমান, 27 মার্চ : ফের বর্ধমান থেকে উদ্ধার হল বেশ কিছু বোমা । তালিত রেলগেটের কাছে পীরতলা লাগোয়া মাঠ থেকে দেওয়ানদিঘি থানার পুলিশ বেশ কিছু বোমার হদিস পায় । জারের মধ্যে থাকা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জানা যায় বর্ধমান বোলপুর এনএইচ 2বি জাতীয় সড়কের পাশে একটা মাঠে দু‘টি বোমা ভর্তি জার পড়ে রয়েছে (Bomb recover in Burdwan)। রবিবার সকালে সেই খবর জানাজানি হতেই স্থানীয় গ্রামবাসীরা সেখানে ভিড় করেন । আপাতত এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে । তবে কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন : এবার দুবরাজপুরে 30টি বোমা উদ্ধার
বগটুই হত্যাকাণ্ডের আগুন এখনও জ্বলছে রামপুরহাটে ৷ এই গ্রামে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ এরপরেই নজরে আসে পুলিশি তৎপরতা ৷ বিগত কয়েকদিনে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ৷ গতকালই বর্ধমান শহর সংলগ্ন কেষ্টপুর এলাকার একটা বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার হয় । ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করে । এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।