ETV Bharat / state

কালনায় আক্রান্ত ৩ তৃণমূল কর্মী, অভিযুক্ত BJP - kalna

পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকার নৌপাড়া গ্রামে ভোট মিটতেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । গতকাল ভোটের সময় তৃণমূল কর্মীদের সঙ্গে BJP কর্মীদের হাতাহাতি হয় ।

আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে
author img

By

Published : Apr 30, 2019, 2:15 PM IST

কালনা, 30 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকার নৌপাড়া গ্রামের ।

কালনায় গতকাল ভোটের সময় তৃণমূলের সঙ্গে BJP-র বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে । ভোট মিটে যেতেই রাতের দিকে নৌপাড়া গ্রামের BJP কর্মী-সমর্থকরা লাঠি, বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । এমন কী, তাদের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয় । ঘটনায় একজন মহিলাসহ তিনজন আহত হয়েছেন । আহতদের কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহত তৃণমূল কর্মী নির্মল প্রামাণিক বলেন, "আজ সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে BJP-র সঙ্গে একটা ঝামেলা চলছিল । ভোট মিটে যেতেই রাতের দিকে আমার বাড়িতে ইট ছুড়তে থাকে BJP কর্মীরা । এমন কী, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে তারা আমাদের বেধড়ক মারধর করে । আমার মাথা ফেটে যায় ।"

তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "আজ সারাদিন তৃণমূল কর্মীদের হাতে BJP কর্মীরা মার খেয়েছে । BJP প্রার্থী পরেশচন্দ্র দাসকেও মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা । এখন নিজেদের গা বাঁচাতে তারা BJP-র উপর দোষারোপ করছে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই ।"

কালনা, 30 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকার নৌপাড়া গ্রামের ।

কালনায় গতকাল ভোটের সময় তৃণমূলের সঙ্গে BJP-র বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে । ভোট মিটে যেতেই রাতের দিকে নৌপাড়া গ্রামের BJP কর্মী-সমর্থকরা লাঠি, বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । এমন কী, তাদের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয় । ঘটনায় একজন মহিলাসহ তিনজন আহত হয়েছেন । আহতদের কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহত তৃণমূল কর্মী নির্মল প্রামাণিক বলেন, "আজ সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে BJP-র সঙ্গে একটা ঝামেলা চলছিল । ভোট মিটে যেতেই রাতের দিকে আমার বাড়িতে ইট ছুড়তে থাকে BJP কর্মীরা । এমন কী, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে তারা আমাদের বেধড়ক মারধর করে । আমার মাথা ফেটে যায় ।"

তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "আজ সারাদিন তৃণমূল কর্মীদের হাতে BJP কর্মীরা মার খেয়েছে । BJP প্রার্থী পরেশচন্দ্র দাসকেও মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা । এখন নিজেদের গা বাঁচাতে তারা BJP-র উপর দোষারোপ করছে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই ।"

Intro:ভোট মিটতেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, আহত তিন

সন্তোষ দাস, কালনা

ভোট মিটতেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে পূর্ব বর্ধমানের কালনার নাদন ঘাট এলাকায় নৌপাড়া গ্রামে তিন জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের কালনার সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে কালনায় গতকাল ভোটের সময় তৃণমূলের সঙ্গে বিজেপির বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
ভোট মিটে যেতেই রাতের দিকে কালনার নাদন ঘাট এর নৌপাড়া গ্রামের বিজেপির কর্মী-সমর্থকেরা লাঠি বাঁশ নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি তাদের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে। ঘটনায় এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন।
আহত তৃণমূলের কর্মী নির্মল পরামানিক বলেন এদিন সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে একটা ঝামেলা চলছিল। ভোট মিটে যেতেই রাতের দিকে আমার বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থেকে বিজেপির কর্মীরা। এমনকি লাঠি ধারালো অস্ত্র দিয়ে আমাদের ঘরে ঢুকে তারা আমাদের বেধড়ক মারধর করে। ঘটনায় আমার মাথা ফেটে যায়। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা সুশান্ত পান্ডে বলেন আজ সারাদিন তৃণমূল কর্মীদের হাতে বিজেপি নেতা কর্মীরা মার খেয়েছে এমনকি বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস কেউ বেধড়ক মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর নিজেদের গা বাঁচাতে তারা বিজেপির উপরে দোষারোপ করতে চাইছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই।Body:বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ Conclusion:আহত তিন তৃণমূল কর্মী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.