ETV Bharat / state

"BJP করলে মাথা কেটে নেব", হুমকি পোস্টার বর্ধমানে - BJP workers get life threat

খাস বর্ধমান শহরে হুমকি পোস্টার । BJP করলে মাথা কেটে নেওয়ার হুমকি । চাঞ্চল্য বর্ধমান শহরের নীলপুরে । বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের ।

হুমকি পোস্টার
author img

By

Published : Jun 30, 2019, 9:45 PM IST

বর্ধমান, 30 জুন : "BJP করলে মাথা কেটে নেব ।" আজ সকালে বর্ধমানের নীলপুর এলাকায় বেশ কয়েকজন BJP কর্মী ও সমর্থকদের বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখতে পাওয়া যায় । BJP কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে হুমকি দিচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

নীলপুরের বাসিন্দা উত্তম দে বলেন, "আমাদের বাড়ির দেওয়ালেও "BJP করলে মাথা কেটে নেব" লেখা পোস্টার লাগানো হয়েছে । আমার ছেলে BJP কর্মী । পোস্টার দেখে আমরা আতঙ্কে রয়েছি ।"

বর্ধমান শহর BJP যুব মোর্চা সভাপতি শ্যামল রায় বলেন, "তৃণমূলের ছেলেরাই পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে BJP কর্মীদের বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে । তারা BJP কর্মীদের ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক তৈরির জন্য এই ধরনের পোস্টার লাগিয়েছে ।"

স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর গৌরীশংকর ভট্টাচার্য বলেন, "এই ধরনের পোস্টারের কথা করে আমাদের জানা নেই । তবে ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয় । কারণ তৃণমূলের এটা কালচার নয় ।"

এদিকে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন BJP কর্মীরা । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে ।

বর্ধমান, 30 জুন : "BJP করলে মাথা কেটে নেব ।" আজ সকালে বর্ধমানের নীলপুর এলাকায় বেশ কয়েকজন BJP কর্মী ও সমর্থকদের বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখতে পাওয়া যায় । BJP কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে হুমকি দিচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

নীলপুরের বাসিন্দা উত্তম দে বলেন, "আমাদের বাড়ির দেওয়ালেও "BJP করলে মাথা কেটে নেব" লেখা পোস্টার লাগানো হয়েছে । আমার ছেলে BJP কর্মী । পোস্টার দেখে আমরা আতঙ্কে রয়েছি ।"

বর্ধমান শহর BJP যুব মোর্চা সভাপতি শ্যামল রায় বলেন, "তৃণমূলের ছেলেরাই পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে BJP কর্মীদের বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে । তারা BJP কর্মীদের ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক তৈরির জন্য এই ধরনের পোস্টার লাগিয়েছে ।"

স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর গৌরীশংকর ভট্টাচার্য বলেন, "এই ধরনের পোস্টারের কথা করে আমাদের জানা নেই । তবে ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয় । কারণ তৃণমূলের এটা কালচার নয় ।"

এদিকে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন BJP কর্মীরা । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে ।

Intro:বিজেপি করলে মাথা কেটে নেব হুমকি দিয়ে পোস্টার বর্ধমানে

সন্তোষ দাস , বর্ধমান


বিজেপি করলে মাথা মাথা কেটে নেব এই ধরনের বেশ কিছু পোস্টার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। রবিবার বর্ধমান শহর নীলপুর এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার দেখতে পাওয়া যায়। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে এই ধরনের হুমকি দিচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

রবিবার নীলপুর এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ির দেওয়ালে দেখতে পাওয়া যায় সাদা রঙের কাগজে নীল কালিতে লেখা পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা আছে বিজেপি করলে মাথা কেটে নেব। তার পাশে লেখা শেষ হওয়ার পরে ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে। উত্তম দে নামে এক ব্যক্তি বলেন তাদের বাড়ির দেওয়ালে একটি পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে লেখা আছে বিজেপি করলে মাথা কেটে নেব।
তার ছেলে বিজেপির কর্মী। ফলে এই ধরনের পোস্টার দেখে তিনি আতঙ্কিত। বিজেপির যুব সভাপতি শ্যামল রায় বলেন তৃণমূলের ছেলেরাই পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার সাঁটিয়ে দিয়েছে। তারা বিজেপি কর্মীদের সঙ্গে ভয় দেখানোর জন্যই আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের পোস্ট দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা তথা বিদায়ী কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য বলেন এই ধরনের পোস্টারের কথা করে তাদের জানা নেই। তবে ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয় কারণ তৃণমূলের এটা কালচার নয়।Body:বিজেপি করলে মাথা Conclusion:কেটে নেবো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.