ETV Bharat / state

BJP কর্মীকে মারধর ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ - Beatten,

BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । লাড্ডু ,মদ বিতরণ করে ভোটারদের প্রভাবিত করেছে তৃণমূল, অভিযোগ BJP-র । অভিযোগ অস্বীকার তৃণমূলের ।

BJP কর্মীকে মারধর
author img

By

Published : Apr 29, 2019, 3:51 PM IST

Updated : Apr 29, 2019, 4:09 PM IST

গলসি, 29 এপ্রিল: BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । BJP কর্মীকে মেরে বুথ থেকে বের করে দেওয়া হয় ।

গলসি 2 নম্বর ব্লকের গলসি পঞ্চায়েতের 278 নম্বর বুথের ঘটনা । সেখানে BJP-র কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়ায় তৃণমূলের কর্মীরা । অভিযোগ, ওই বুথে BJP-র কর্মীকে মেরে পোশাক ছিঁড়ে দেয় তৃণমূলের লোকজন । শুধু তাই নয়, সেখানে ভোটের দিনেও লাড্ডু , মদ বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

গলসি, 29 এপ্রিল: BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । BJP কর্মীকে মেরে বুথ থেকে বের করে দেওয়া হয় ।

গলসি 2 নম্বর ব্লকের গলসি পঞ্চায়েতের 278 নম্বর বুথের ঘটনা । সেখানে BJP-র কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়ায় তৃণমূলের কর্মীরা । অভিযোগ, ওই বুথে BJP-র কর্মীকে মেরে পোশাক ছিঁড়ে দেয় তৃণমূলের লোকজন । শুধু তাই নয়, সেখানে ভোটের দিনেও লাড্ডু , মদ বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

দেখুন ভিডিয়ো

তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

Intro:পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেন কি না দেখাবে ভিভি প্যাট মেসিন
সন্তোষ দাস, পূর্ব বর্ধমান

এবার থেকে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার পরে সেই প্রার্থী আদৌ ভোট পেলেন কি না সেটা জানতে পারবেন আপনি। গত বিধানসভা নির্বাচনে কিছু বুথে সেই ব্যবস্থা চালু করা হয়েছিল। এবার লোকসভা নির্বাচনে সমস্ত বুথেই এই ব্যবস্থা করা হবে। ফলে আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করার পরে নিশ্চিন্তে নিজের মনোমতো প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন। আর কিভাবে সেই ভোটাধিকার প্রয়োগ করবেন সেটা জানার জন্য আপনাকে যেতে হবে বর্ধমান শহরের মহকুমাশাসকের দফতরে।
Body:প্রায় প্রতিটি নির্বাচনেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা অভিযোগ তোলেন, ইভিএমে ভোট গ্রহণ করা হলেও প্রথম দিকে বেশ কিছু ভোট ঠিক ভাবে পড়লেও নির্দিষ্ট সময়ের পরে কোন একটা রাজনৈতিক দল সমস্ত ভোট পেয়ে যাচ্ছে। যা নিয়ে প্রায়শই অশান্তি বাধে। এমনকি তারা পুননির্বাচনেরও দাবি জানায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এবার লোকসভা নির্বাচনে ভিভি প্যাট মেসিন ব্যবহার করা হবে। এই মেসিনের মাধ্যমে ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করার পরে সঙ্গে সঙ্গে জানতে পারবেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেন কি না। এদিন সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক মৌলি সান্যাল হাতে কলমে দেখিয়ে দেন কিভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Conclusion:পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, জেলা জুড়ে ভিভি প্যাট মেসিনের মাধ্যমে কিভাবে মানুষ ভোট দেবেন। তারপর কিভাবে সেই ব্যাক্তি ডিসপ্লের মাধ্যমে দেখবেন কাকে ভোট দেওয়া হল সব কিছুই এই ডেমোস্ট্রেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। জেলাস্তর, মহকুমাস্তর ও ব্লকে ব্লকে এই সেন্টার চালু করা হবে। যাতে মানুষ যেন এই মেসিনের মাধ্যমে স্ব-ছন্দে ভোট দিতে পারেন।
Last Updated : Apr 29, 2019, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.