ETV Bharat / state

তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কিত বিজেপি নেতা-কর্মীরা, অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের - আন্দোলন

আগামী 23 জুন থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি নেতৃত্ব ৷ আজ পূর্ব বর্ধমানে সেই কর্মসূচি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ৷ ভোট পরবর্তী সময়ে তৃণমূল রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তার প্রতিবাদে পূর্ব বর্ধমানেও এই আন্দোলন হবে বলে জানিয়েছেন তিনি ৷

BJP will start protest from 23rd june against tmc in west bengal
23 জুন থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে আন্দোলন কর্মসূচিতে নামছে বিজেপি
author img

By

Published : Jun 21, 2021, 6:02 PM IST

পূর্ব বর্ধমান, 21 জুন : করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । আগামী 23 জুন থেকে প্রতিটি জেলায় এই আন্দোলনের কথা ইতিমধ্যে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এ নিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন ৷ তিনি অভিযোগ করেছেন, ভোট পরবর্তী সময়ে তৃণমূল যেভাবে বিজেপির নেতা ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তার প্রতিবাদেই এই আন্দোলন ৷ করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে এতদিন বিজেপি অপেক্ষা করেছিল বলে জানিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে ৷

আজ পূর্ব বর্ধমানে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজু বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যজুড়ে তৃণমূল যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তাতে বিজেপির নেতা-কর্মীরা আতঙ্কিত ৷ তার প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলন শুরু করতে চলেছে রাজ্য বিজেপি ৷ 23 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস ৷ সেই দিনেই বিজেপি তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করবে ৷ তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, ‘‘দিনের পর দিন তৃণমূলের এই অত্যাচার চলতে পারে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে সন্ত্রাস আরও বেড়েছে ৷ মহিলা, বয়স্ক থেকে শিশু কেউ তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ৷’’

তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কিত বিজেপি নেতা-কর্মীরা, অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : পৌরভোটের আগে নীল নকশা তৈরি গেরুয়া শিবিরে

রাজু বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, বিজেপির নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে ইতিমধ্যে বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে ৷ যে মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে একটি কমিটি গঠন করে পুরো ঘটনার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে ৷ যদিও সেই নির্দেশের পাল্টা রাজ্য সরকার হাইকোর্টে একটি আবেদন করেছে ৷

আরও পড়ুন :শ্যামাপ্রসাদকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবসের দাবি বিজেপির

তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসার পর যে বিরোধীশূন্য সরকার গড়ার পথ বেছে নিয়েছিল ৷ এ বারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷

পূর্ব বর্ধমান, 21 জুন : করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব । আগামী 23 জুন থেকে প্রতিটি জেলায় এই আন্দোলনের কথা ইতিমধ্যে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ এ নিয়ে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন ৷ তিনি অভিযোগ করেছেন, ভোট পরবর্তী সময়ে তৃণমূল যেভাবে বিজেপির নেতা ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে, তার প্রতিবাদেই এই আন্দোলন ৷ করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে এতদিন বিজেপি অপেক্ষা করেছিল বলে জানিয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে ৷

আজ পূর্ব বর্ধমানে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজু বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যজুড়ে তৃণমূল যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তাতে বিজেপির নেতা-কর্মীরা আতঙ্কিত ৷ তার প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলন শুরু করতে চলেছে রাজ্য বিজেপি ৷ 23 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস ৷ সেই দিনেই বিজেপি তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করবে ৷ তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, ‘‘দিনের পর দিন তৃণমূলের এই অত্যাচার চলতে পারে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে সন্ত্রাস আরও বেড়েছে ৷ মহিলা, বয়স্ক থেকে শিশু কেউ তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ৷’’

তৃণমূলের সন্ত্রাসে আতঙ্কিত বিজেপি নেতা-কর্মীরা, অভিযোগ রাজু বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : পৌরভোটের আগে নীল নকশা তৈরি গেরুয়া শিবিরে

রাজু বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, বিজেপির নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে ইতিমধ্যে বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে ৷ যে মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশনকে একটি কমিটি গঠন করে পুরো ঘটনার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে ৷ যদিও সেই নির্দেশের পাল্টা রাজ্য সরকার হাইকোর্টে একটি আবেদন করেছে ৷

আরও পড়ুন :শ্যামাপ্রসাদকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবসের দাবি বিজেপির

তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসার পর যে বিরোধীশূন্য সরকার গড়ার পথ বেছে নিয়েছিল ৷ এ বারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.