রায়না, 30 সেপ্টেম্বর : একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ । আজ মমতা বন্দোপাধ্যায়কেই 'হীরক রানি' ও তাঁর রাজত্বকে 'রাবণের রাজত্ব' বলে কটাক্ষ করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ।
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার রায়নার বড়বৈনান এলাকায় BJP-র জনসভায় যোগ দেন ভারতী ঘোষ । তিনি বলেন, "মুর্শিদাবাদে 6 জন জঙ্গি ধরা পড়েছে । আজকে বিভিন্ন জায়গায় NIA এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে । তাহলে আমাদের রাজ্যের পুলিশের কাজ কী? এই পুলিশ খুঁজে বেড়াচ্ছে বিরোধীরা কোথায় ? পুলিশ রাস্তা আটকাচ্ছে । 146 ধারা জারি করছে । বিরোধীদের মিথ্যা মামলায় জেলে পুরে দিচ্ছে । আর ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় মমতা পেনাল কোড 2011 শুরু হয়ে গিয়েছে । আজ শুরু হয়ে গেছে হীরক রানির আপন দেশে আইন কানুন সর্বনেশে । মাননীয়ার নিজস্ব আইন নিজস্ব কানুনের জন্য বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারছে না । আজ গণতন্ত্র স্তব্ধ ।"
বড়বৈনানে BJP-র জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ভারতী ঘোষ বলেন, "বাংলার মেয়েরা বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারছে না, তারা সুরক্ষিত অবস্থায় হাঁটতে পারছে না । প্রতিদিন গণধর্ষিতা হচ্ছে তারা । আর আওয়াজ তুললেই মাননীয়া বলছেন মাওবাদী ।" তাই "রাবণের শাসন দূর করে রামের সুশাসন" নিয়ে আসতে হবে বলে আহ্বান করেন তিনি ।
মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন মাননীয়া, ধর্মে ধর্মে বিভেদ এনে দিয়েছেন, সেই সাম্প্রদায়িকতার জালে আপনার নিজের সাংসদ জড়িয়ে পড়েছে । আজকে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আপনাদের স্নেহধন্য আরেক কর্মী । যদি মনে করেন সাংসদকে হুমকি দেওয়া অপরাধ তাহলে আইনের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করে আইনের মর্যাদাকে তুলে ধরুন । কিন্তু, তাঁকে যদি ধরতে না পারেন, অপরাধীকে যদি ছেড়ে দেন, তাহলে ধরে নেব ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় শুরু হয়ে গেছে মমতা পেনাল কোড 2011 । এখানে হীরক রানির রাজত্ব চলছে । এখানে অপরাধীরা সাজা পায় না ।"