ETV Bharat / state

BJP-CPIM Rally: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমানে মিছিল বিজেপি-সিপিএম'র

author img

By

Published : Jul 23, 2022, 9:18 PM IST

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বর্ধমানে পথে নামল বিজেপি ও সিপিএম(BJP CPIM Rally) ৷ পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) কুশপুত্তলিকা দাহ করা হয় ৷

BJP CPIM Rally in Burdwan for CM resignaiton
BJP-CPIM Rally

বর্ধমান, 23 জুলাই: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতারের সমর্থনে শনিবার বিকালে বর্ধমানে পথে নামল জেলা বিজেপি নেতৃত্ব । অন্যদিকে জেলা সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়(BJP CPIM Rally in Burdwan) ।

BJP CPIM Rally in Burdwan for CM resignaiton
মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বর্ধমানে পথে নামল বিজেপি ও সিপিএম

বিক্ষোভ মিছিল থেকে বিজেপি অভিযোগ তোলে, রাজ্যে এমন কোন কেলেঙ্কারি নেই যেখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়ায়নি । বালি পাচার, কয়লা পাচার, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা সব কিছুতেই নাম জড়িয়েছে শাসকদলের নেতা কর্মীদের । যেখানে ছাত্রছাত্রীদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি অথচ মোটা টাকার বিনিময়ে যাদের যোগ্যতা নেই চাকরি দেওয়া হয়েছে । অর্থাৎ মেধার কেনাবেচা হয়েছে । আর যোগ্য চাকরি প্রার্থীরা আজ রাস্তায় বসে আছে । একদল চাকরি না পেয়ে চোখের জল ফেলছে আর একদল টন টন সোনা, কোটি কোটি টাকা, একের পর এক ফ্ল্যাট গাড়ি বাড়ি করে বহাল তবিয়তে দিন কাটাচ্ছে । অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব দেখতে পান না । এই মুখ্যমন্ত্রীর সরকারে থাকাই উচিত নয় । তাঁর পদত্যাগ করা উচিত ।

BJP CPIM Rally in Burdwan for CM resignaiton
পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়

আরও পড়ুন: স্কুলের দেওয়া টিফিন খেয়ে অসুস্থ 50 জন ছাত্রছাত্রী

এদিন সিপিএমের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয় । কার্জনগেট চত্বরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ । সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় ৷

বর্ধমান, 23 জুলাই: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) গ্রেফতারের সমর্থনে শনিবার বিকালে বর্ধমানে পথে নামল জেলা বিজেপি নেতৃত্ব । অন্যদিকে জেলা সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়(BJP CPIM Rally in Burdwan) ।

BJP CPIM Rally in Burdwan for CM resignaiton
মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বর্ধমানে পথে নামল বিজেপি ও সিপিএম

বিক্ষোভ মিছিল থেকে বিজেপি অভিযোগ তোলে, রাজ্যে এমন কোন কেলেঙ্কারি নেই যেখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়ায়নি । বালি পাচার, কয়লা পাচার, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা সব কিছুতেই নাম জড়িয়েছে শাসকদলের নেতা কর্মীদের । যেখানে ছাত্রছাত্রীদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি অথচ মোটা টাকার বিনিময়ে যাদের যোগ্যতা নেই চাকরি দেওয়া হয়েছে । অর্থাৎ মেধার কেনাবেচা হয়েছে । আর যোগ্য চাকরি প্রার্থীরা আজ রাস্তায় বসে আছে । একদল চাকরি না পেয়ে চোখের জল ফেলছে আর একদল টন টন সোনা, কোটি কোটি টাকা, একের পর এক ফ্ল্যাট গাড়ি বাড়ি করে বহাল তবিয়তে দিন কাটাচ্ছে । অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব দেখতে পান না । এই মুখ্যমন্ত্রীর সরকারে থাকাই উচিত নয় । তাঁর পদত্যাগ করা উচিত ।

BJP CPIM Rally in Burdwan for CM resignaiton
পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়

আরও পড়ুন: স্কুলের দেওয়া টিফিন খেয়ে অসুস্থ 50 জন ছাত্রছাত্রী

এদিন সিপিএমের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয় । কার্জনগেট চত্বরে পথ অবরোধ করে চলে বিক্ষোভ । সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.