ETV Bharat / state

মঙ্গলকোটে তৃণমূল কর্মীদের উপর হামলা - BJP attacks on TMC workers in Mangalkot East Burdwan

তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ জখম দু'জন ৷ BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আক্রান্ত তৃণমূল কর্মী
author img

By

Published : Aug 25, 2019, 12:43 PM IST

মঙ্গলকোট, 25 অগাস্ট : তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ জখম দু'জন ৷ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট পঞ্চায়েতের চানক এলাকার ঘটনা ৷ যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

গতকাল বিকেলে এলাকায় 'দিদিকে বলো' কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা হয় ৷ দুই তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় ৷ পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকারের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ জখমদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই হামলার ঘটনা ৷

মঙ্গলকোট, 25 অগাস্ট : তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ জখম দু'জন ৷ পূর্ব বর্ধমানের মঙ্গলকোট পঞ্চায়েতের চানক এলাকার ঘটনা ৷ যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

গতকাল বিকেলে এলাকায় 'দিদিকে বলো' কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা হয় ৷ দুই তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় ৷ পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকারের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ৷ জখমদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই হামলার ঘটনা ৷

Intro:দিদিকে বলো কর্মসূচি শেষ করে ফেরার পথে হামলা,আহত দুই, অভিযুক্ত বিজেপি

পুলক যশ, মঙ্গলকোট

দিদিকে বলো কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট পঞ্চায়েতের চানক এলাকায়। মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার এর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলকোটের এলাকায় তৃণমূল কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে। সেই মিছিল সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের লাঠি দিয়ে মারধর করা হয়। দুজন তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে লোকসভা ভোটের পরে শাসক দলের নেতাকর্মীদের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকে ওই গ্রামে তৃণমূল কর্মীদের দেখা যায়নি। তৃণমূলের উপর তাদের বিক্ষুব্ধ গোষ্ঠী হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির।Body:দিদিকে Conclusion:বলো কর্মসূচি থেকে

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.