রায়না, 20 ডিসেম্বর : মোটর বাইকের পিছনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । সোমবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-আরামবাগ রোডে মাছখান্ডা এলাকায় (Rayna Accident) । পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবর আলি মিদ্যা (45) । দুর্ঘটনার পরই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । রায়না থানার পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাধা দেন বিক্ষোভকারীরা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়নার মোগলমারী এলাকার বাসিন্দা বাবর আলি মিদ্যা মাছখান্ডা এলাকা দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন । সেইসময় হঠাৎ একটা বালি বোঝাই লরি বাইকের পিছনে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবর আলির (bike rider died in a road accident at Rayna) । এরপরই উত্তেজিত জনতা বর্ধমান-আরামবাগ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়না থানার পুলিশ । মৃতদেহ তুলতে বাধা দেন বিক্ষোভকারীরা । পরে স্থানীয়দের বুঝিয়ে পুলিশ মৃতদেহ তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
আরও পড়ুন : Road Accident in Gangarampur : গঙ্গারামপুরে ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2
স্থানীয় বাসিন্দা জাহানারা খাতুন বলেন, "বালি বোঝাই লরিটা খুব জোরে যাচ্ছিল । বাইকের পিছনে ধাক্কা মারলে ওই ব্যক্তি মারা যায় । এরপর পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসতে দেরি করে । তারপরই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ।"