কেতুগ্রাম, 22 এপ্রিল: ষষ্ঠ দফা নির্বাচনে কেতুগ্রামে কাঠগড়ায় শাসক তৃণমূল কংগ্রেস ৷ দুই কোলের শিশুকে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এক শিশুকে নর্দমায় ফেলে দেওয়া এবং আর এক শিশুকে চড় থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায় ৷ তৃণমূলের তরফে অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে ৷
জানা গিয়েছে, এদিন কেতুগ্রামের রাজুড় এলাকার 20-25 জন ভোটার রাজুড়ের 101 নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন ৷ ভোটারদের দলে মায়েদের সঙ্গে বাচ্চারাও ছিল ৷ তাঁরা বিজেপি সমর্থক বলে পরিচিত ৷ অভিযোগ, বুথে পৌঁছনোর আগে রাস্তাতেই তাঁদের আটকান তৃণমূলের কর্মীরা ৷ এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ তা হাতাহাতিতে গড়াতে সময় লাগেনি ৷ দু'পক্ষের হাতাহাতির সময় তৃণমূল কর্মীরা বিজেপি সমর্থক মহিলাদের গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ এই সময়ই ধাক্কাধাক্কি চলার সময় এক মায়ের কোল থেকে শিশুকে নিয়ে পাশের নর্দামায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের ওপর ৷ আর এক শিশুকে চড়-থাপ্পাড় মারা হয় ৷ ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ক্ষোভে ফেটে পড়েছেন দুই শিশুর পরিবার ও তাদের প্রতিবেশীরা ।
তবে তৃণমূলের তরফে বাচ্চাদের নিগ্রহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ তারা কোনও মহিলার গায়েও হাত তোলেনি বলে জানিয়েছে ৷ তবে শাসকদলের কর্মীরা স্বীকার করেছেন যে, তাঁদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা হয়েছিল ৷ কিন্তু কোনও হাতাহাতির ঘটনাই ঘটেনি, বাচ্চা বা মহিলাদের নিগ্রহ তো অনেক দূরের কথা ৷
ঘটনায় এখনও অবধি কোথাও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে ৷