ETV Bharat / state

কষ্ট করে বুথে এসে ভোট দিতে হল বয়স্কদের - বর্ধমানে নির্বাচন

80 বছরের বেশি বয়স্ক, অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করলে তাঁদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করবেন ভোটকর্মীরা ৷ কিন্তু ভোটকর্মীরা বাড়িতে না আসায় বাধ্য হয়েই বয়স্ক ভোটাররা সশরীরে বুথে গিয়ে ভোট দিচ্ছেন ।

বুথে এসেই ভোট দিলেন বয়স্করা
বুথে এসেই ভোট দিলেন বয়স্করা
author img

By

Published : Apr 17, 2021, 7:06 PM IST

খণ্ডঘোষ, 17 এপ্রিল : নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাঁদের বয়স আশি বা তার উর্দ্ধে তাঁরা বুথে আসবেন না । তাঁদের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোটকর্মীরা । এর জন্য অবশ্য কমিশনের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হত তাঁদের ৷ কিন্তু পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার গলসির গোহগ্রামে ছবিটা ঠিক উল্টো ৷ এই এলাকায় কোনও বয়স্কই বাড়িতে ভোট দেননি ।

কেউ এসেছেন বৌমার সঙ্গে, কেউ একা ৷ কোনও মতে রোদের মধ্যে এসেছেন ভোট দিতে ৷ কেউ আবার বার্ধক্যজনিত সমস্যার জন্য ভোট দিতে আসতেই পারেননি ৷ কিন্তু ভোটগ্রহণের অধিকার যে সবার ৷ আর সেই অধিকার সবার জন্য যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যই নির্বাচন কমিশনের নিয়ম করেছিল, 80 বছরের বেশি বয়স্ক, অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করলে তাঁদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করবে ভোটকর্মীরা ৷ কিন্তু কেউ আবেদন না করায় বয়স্ক ভোটাররা সশরীরে বুথে গিয়ে ভোট দিলেন । অনেকে আবার অসুস্থতার কারণে বুথে যেতে পারেননি । গোহগ্রামের 99 ও 100 নম্বর বুথের বেশ কয়েকজন বয়স্ক ভোটার এদিন বাড়িতে ভোট দিত না পারায় ক্ষোভ প্রকাশ করেন ।

বুথে এসেই ভোট দিলেন বয়স্করা

আরও পড়ুন : খেলা শেষ হয়ে গিয়েছে বুঝে ভয় দেখিয়ে জেতার চেষ্টা, পঞ্চম দফা প্রসঙ্গে দিলীপ

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে এবিষয় নিয়ে টেলিফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে ।"

খণ্ডঘোষ, 17 এপ্রিল : নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাঁদের বয়স আশি বা তার উর্দ্ধে তাঁরা বুথে আসবেন না । তাঁদের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোটকর্মীরা । এর জন্য অবশ্য কমিশনের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হত তাঁদের ৷ কিন্তু পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার গলসির গোহগ্রামে ছবিটা ঠিক উল্টো ৷ এই এলাকায় কোনও বয়স্কই বাড়িতে ভোট দেননি ।

কেউ এসেছেন বৌমার সঙ্গে, কেউ একা ৷ কোনও মতে রোদের মধ্যে এসেছেন ভোট দিতে ৷ কেউ আবার বার্ধক্যজনিত সমস্যার জন্য ভোট দিতে আসতেই পারেননি ৷ কিন্তু ভোটগ্রহণের অধিকার যে সবার ৷ আর সেই অধিকার সবার জন্য যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যই নির্বাচন কমিশনের নিয়ম করেছিল, 80 বছরের বেশি বয়স্ক, অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করলে তাঁদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করবে ভোটকর্মীরা ৷ কিন্তু কেউ আবেদন না করায় বয়স্ক ভোটাররা সশরীরে বুথে গিয়ে ভোট দিলেন । অনেকে আবার অসুস্থতার কারণে বুথে যেতে পারেননি । গোহগ্রামের 99 ও 100 নম্বর বুথের বেশ কয়েকজন বয়স্ক ভোটার এদিন বাড়িতে ভোট দিত না পারায় ক্ষোভ প্রকাশ করেন ।

বুথে এসেই ভোট দিলেন বয়স্করা

আরও পড়ুন : খেলা শেষ হয়ে গিয়েছে বুঝে ভয় দেখিয়ে জেতার চেষ্টা, পঞ্চম দফা প্রসঙ্গে দিলীপ

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে এবিষয় নিয়ে টেলিফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.