ETV Bharat / state

তৃণমূল-বিজেপি ভোট পরবর্তী সংঘর্ষে উত্তাল বর্ধমান দক্ষিণ বিধানসভা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ভোট মিটতেই শনিবার সন্ধ্য়া থেকে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরে রাজনৈতিক হিংসার ঘটনা শুরু হয়েছে । অভিযোগ লক্ষ্মীপুর মাঠের রানাপ্রতাপ ক্লাব সংলগ্ন এলাকায় দুই বিজেপির এজেন্টকে মারধর করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা । এরপর রাতের দিকে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের কর্মীদের বাড়িতে চড়াও হয় ৷ যে ঘটনার জেরে আজ ফের উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান দক্ষিণ বিধানসভা ৷

bengal election 2021 clash between trinomool and bjp in bardhaman dkshin assembly
তৃণমূল-বিজেপি ভোট পরবর্তী সংঘর্ষে উত্তাল বর্ধমান দক্ষিণ বিধানসভা
author img

By

Published : Apr 18, 2021, 5:45 PM IST

পূর্ব বর্ধমান, 18 এপ্রিল : ভোট মিটতেই অশান্তি শুরু পূর্ব বর্ধমানে । রবিবার তৃণমূল কর্মী-সমর্থকদের বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে । যদিও ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এলাকায় অশান্তি করার অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ সেই কারণেই তৃণমূলের কর্মীদের পাল্টা মারধর করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা ৷ ঘটনায় প্রাণ বাঁচাতে কোনওকমে ছুটে এলাকা ছাড়েন তৃণমূলের নেতা-কর্মীরা । যদিও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে স্থানীয়দের উস্কানি দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল ৷ এমনকি সেখান বিজেপির কর্মীরাও তৃণমূলের কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেছে তৃণমূল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট মিটতেই শনিবার সন্ধ্য়া থেকে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরে রাজনৈতিক হিংসার ঘটনা শুরু হয়েছে । অভিযোগ লক্ষ্মীপুর মাঠের রানাপ্রতাপ ক্লাব সংলগ্ন এলাকায় দুই বিজেপির এজেন্টকে মারধর করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা । এরপর রাতের দিকে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের কর্মীদের বাড়িতে চড়াও হয় ৷ তাঁদের বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ । ঘটনার জেরে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল । রবিবার বেলার দিকে পাল্টা তৃণমূলের নেতা-কর্মীরা এলাকায় গিয়ে হুমকি দেয় । সেই সময় বিজেপি সমর্থিত পুরুষ-মহিলারা একজোট হয়ে লাঠি বাঁশ নিয়ে তাঁদের তাড়া করেন । সেই সময় এক তৃণমূল কর্মীকে ধরে ফেলেন তাঁরা । তাঁকে মাটিতে ফেলে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ।

আরও পড়ুন : বর্ধমানে বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে তৃণমূল প্রার্থী-নেতা কর্মীদের বিক্ষোভ

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের অভিযোগ, গতকাল থেকেই বিজেপি নেতা খোকন সেনের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মীদের উপর হামলা চালিয়েছে ৷ মারধরের পাশাপাশি তাঁদের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । কিন্তু পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ অস্বীকার করে, খোকন সেনের পালটা অভিযোগ , গতকাল ভোট মিটতেই বিজেপির এজেন্টকে মারধর করে তৃণমূল । এদিন তারা এলাকায় অশান্তি করতে গিয়েছিল । সেখানকার সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বলে দাবি করেন তিনি । অন্যদিকে ওই এলাকায় একটি ক্লাবেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ।

পূর্ব বর্ধমান, 18 এপ্রিল : ভোট মিটতেই অশান্তি শুরু পূর্ব বর্ধমানে । রবিবার তৃণমূল কর্মী-সমর্থকদের বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে । যদিও ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এলাকায় অশান্তি করার অভিযোগ করেছেন স্থানীয়রা ৷ সেই কারণেই তৃণমূলের কর্মীদের পাল্টা মারধর করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা ৷ ঘটনায় প্রাণ বাঁচাতে কোনওকমে ছুটে এলাকা ছাড়েন তৃণমূলের নেতা-কর্মীরা । যদিও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে স্থানীয়দের উস্কানি দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল ৷ এমনকি সেখান বিজেপির কর্মীরাও তৃণমূলের কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেছে তৃণমূল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট মিটতেই শনিবার সন্ধ্য়া থেকে পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুরে রাজনৈতিক হিংসার ঘটনা শুরু হয়েছে । অভিযোগ লক্ষ্মীপুর মাঠের রানাপ্রতাপ ক্লাব সংলগ্ন এলাকায় দুই বিজেপির এজেন্টকে মারধর করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা । এরপর রাতের দিকে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের কর্মীদের বাড়িতে চড়াও হয় ৷ তাঁদের বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ । ঘটনার জেরে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল । রবিবার বেলার দিকে পাল্টা তৃণমূলের নেতা-কর্মীরা এলাকায় গিয়ে হুমকি দেয় । সেই সময় বিজেপি সমর্থিত পুরুষ-মহিলারা একজোট হয়ে লাঠি বাঁশ নিয়ে তাঁদের তাড়া করেন । সেই সময় এক তৃণমূল কর্মীকে ধরে ফেলেন তাঁরা । তাঁকে মাটিতে ফেলে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ।

আরও পড়ুন : বর্ধমানে বিজেপি নেতার গ্রেফতারের দাবিতে তৃণমূল প্রার্থী-নেতা কর্মীদের বিক্ষোভ

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের অভিযোগ, গতকাল থেকেই বিজেপি নেতা খোকন সেনের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মীদের উপর হামলা চালিয়েছে ৷ মারধরের পাশাপাশি তাঁদের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । কিন্তু পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ অস্বীকার করে, খোকন সেনের পালটা অভিযোগ , গতকাল ভোট মিটতেই বিজেপির এজেন্টকে মারধর করে তৃণমূল । এদিন তারা এলাকায় অশান্তি করতে গিয়েছিল । সেখানকার সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বলে দাবি করেন তিনি । অন্যদিকে ওই এলাকায় একটি ক্লাবেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.