ETV Bharat / state

ফের গলসিতে বিস্ফোরণ, ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ বাড়ি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পূর্ব বর্ধমানের গলসিতে একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ ৷ ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, বাড়িটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে ৷

bengal election 2021 bomb blast in purba bardhaman galsi
গলসিতে নির্মীয়মান বাড়িতে মজুত করা বোমা বিস্ফোরণ
author img

By

Published : Apr 6, 2021, 4:34 PM IST

গলসি(পূর্ব বর্ধমান), 6 এপ্রিল : ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসি । এদিন গলসির রাইপুর গ্রামে একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় নির্মীয়মাণ বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যদিও সেই সময় সেখানে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ তবে বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িতে বালি-পাথর ছিটকে ঢুকে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গলসির রাইপুর গ্রামে একটা নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় বাড়িটি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় গ্রামের আশপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই নির্মীয়মাণ বাড়িতে একটা ড্রামের মধ্যে বোমা মজুত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: সুজাতা
গত রবিবার রাতে বর্ধমানের গলসির আটপাড়া এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে । সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এরপর ফের গলসির রাইপাড়া গ্রামে বিস্ফোরণ। কেন বারবার গলসিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গলসি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

গলসি(পূর্ব বর্ধমান), 6 এপ্রিল : ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসি । এদিন গলসির রাইপুর গ্রামে একটি নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় নির্মীয়মাণ বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যদিও সেই সময় সেখানে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ তবে বিস্ফোরণের জেরে আশপাশের বাড়িতে বালি-পাথর ছিটকে ঢুকে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গলসির রাইপুর গ্রামে একটা নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় বাড়িটি সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় গ্রামের আশপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই নির্মীয়মাণ বাড়িতে একটা ড্রামের মধ্যে বোমা মজুত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন : আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি: সুজাতা
গত রবিবার রাতে বর্ধমানের গলসির আটপাড়া এলাকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে । সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এরপর ফের গলসির রাইপাড়া গ্রামে বিস্ফোরণ। কেন বারবার গলসিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গলসি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.