ETV Bharat / state

রবিবাসরীয় প্রচারে ব্যবসায়ীদের মন জয়ের চেষ্টা বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীর - বিজেপি

রবিবার সকাল থেকে বর্ধমানের একাধিক বাজারে চষে বেড়ালেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী ৷ কথা বললেন ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে।

বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী
বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী
author img

By

Published : Mar 22, 2021, 8:23 AM IST

বর্ধমান, 22 মার্চ : ভোটবাক্সে ঝড় তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল ৷ সেই লক্ষে নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলছে প্রচার ৷ সেরকমই গতকাল রবিবাসরীয় প্রচার সারলেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার নয়, বর্ধমানের বিভিন্ন বাজার ঘুরলেন তিনি ৷ কথা বললেন ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে ৷

রবিবার সকাল থেকে সন্দীপবাবু চষে বেড়ান বর্ধমানের একাধিক বাজার ৷ যান বর্ধমানের তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার, কার্জন গেট, বিসি রোডসহ বিভিন্ন এলাকা ৷ এমনিতেই অন্যদিনের তুলনায় রবিবার বাজারগুলিতে ভিড় থাকে থিকথিকে ৷ নির্বাচনী প্রচারের জন্য সেই থিকথিকে ভিড়কেই বেছে নেন বিজেপি প্রার্থী ৷ ব্যবসায়ীদের ব্যবসা কীরকম চলছে থেকে শুরু করে তাঁদের পরিবারের হাল হকিকত জিজ্ঞাসা করতে দেখা যায় তাঁকে ৷ আবার কখনও ফুটে উঠল ক্রেতাদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতে তাঁর ভোট প্রার্থনার ছবি ৷ প্রার্থীকে পেয়ে তাঁদের সমস্যার কথা জানান ব্যবসায়ী-খদ্দেরদের একাংশ ৷

বাজারগুলিতে ভিড় কমার পিছনে বিজেপি প্রার্থী কার্যত দুষলেন বিরোধী পক্ষকেই ৷ বললেন, আগের যাঁরা বিধায়ক বা মন্ত্রী ছিলেন তাঁরা বর্ধমানের ব্যবসায়ীদের ভালো-মন্দের দিকে নজর দেননি। শহরের মধ্যে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিসি রোড, রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজারসহ বিভিন্ন এলাকায় খদ্দের প্রায় নেই বললেই চলে। ফলে দিনের পর দিন ব্যবসা মার খাচ্ছে ।

প্রচারে ব্যবসায়ীদের মন জয়ের চেষ্টা বিজেপি প্রার্থীর

পাশাপাশি বর্ধমান শহরে জলের সমস্যা, বেকার সমস্যাসহ বিভিন্ন সমস্যায় শহরবাসী জেরবার। ক্ষমতায় এলে তা সমাধানের আশ্বাস দেন তিনি ৷ বলেন, "ক্ষমতায় এলে আমাদের প্রথম কাজ হবে এতদিন ধরে যেসব রাজনৈতিক দল বিভিন্ন সমস্যা তৈরি করে গিয়েছে সেই সমস্যাগুলির সমাধান করা। "

আরও পড়ুন : দিলীপকে হেনস্থার পুরানো ভিডিয়ো শেয়ার করে তৃণমূলের নিশানায় বিজেপি

বর্ধমান, 22 মার্চ : ভোটবাক্সে ঝড় তুলতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল ৷ সেই লক্ষে নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলছে প্রচার ৷ সেরকমই গতকাল রবিবাসরীয় প্রচার সারলেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার নয়, বর্ধমানের বিভিন্ন বাজার ঘুরলেন তিনি ৷ কথা বললেন ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে ৷

রবিবার সকাল থেকে সন্দীপবাবু চষে বেড়ান বর্ধমানের একাধিক বাজার ৷ যান বর্ধমানের তেঁতুলতলা বাজার, রানিগঞ্জ বাজার, কার্জন গেট, বিসি রোডসহ বিভিন্ন এলাকা ৷ এমনিতেই অন্যদিনের তুলনায় রবিবার বাজারগুলিতে ভিড় থাকে থিকথিকে ৷ নির্বাচনী প্রচারের জন্য সেই থিকথিকে ভিড়কেই বেছে নেন বিজেপি প্রার্থী ৷ ব্যবসায়ীদের ব্যবসা কীরকম চলছে থেকে শুরু করে তাঁদের পরিবারের হাল হকিকত জিজ্ঞাসা করতে দেখা যায় তাঁকে ৷ আবার কখনও ফুটে উঠল ক্রেতাদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতে তাঁর ভোট প্রার্থনার ছবি ৷ প্রার্থীকে পেয়ে তাঁদের সমস্যার কথা জানান ব্যবসায়ী-খদ্দেরদের একাংশ ৷

বাজারগুলিতে ভিড় কমার পিছনে বিজেপি প্রার্থী কার্যত দুষলেন বিরোধী পক্ষকেই ৷ বললেন, আগের যাঁরা বিধায়ক বা মন্ত্রী ছিলেন তাঁরা বর্ধমানের ব্যবসায়ীদের ভালো-মন্দের দিকে নজর দেননি। শহরের মধ্যে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিসি রোড, রানিগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজারসহ বিভিন্ন এলাকায় খদ্দের প্রায় নেই বললেই চলে। ফলে দিনের পর দিন ব্যবসা মার খাচ্ছে ।

প্রচারে ব্যবসায়ীদের মন জয়ের চেষ্টা বিজেপি প্রার্থীর

পাশাপাশি বর্ধমান শহরে জলের সমস্যা, বেকার সমস্যাসহ বিভিন্ন সমস্যায় শহরবাসী জেরবার। ক্ষমতায় এলে তা সমাধানের আশ্বাস দেন তিনি ৷ বলেন, "ক্ষমতায় এলে আমাদের প্রথম কাজ হবে এতদিন ধরে যেসব রাজনৈতিক দল বিভিন্ন সমস্যা তৈরি করে গিয়েছে সেই সমস্যাগুলির সমাধান করা। "

আরও পড়ুন : দিলীপকে হেনস্থার পুরানো ভিডিয়ো শেয়ার করে তৃণমূলের নিশানায় বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.