পূর্বস্থলি, 18 এপ্রিল : নির্বাচনী প্রচারে এসে ফের একবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ ৷ আজ পূর্বস্থলি উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসের সমর্থনে প্রচার করেন তিনি ৷
শুরুতেই অমিতের বক্তব্য়, দিদির কোনও ইস্য়ু নেই ৷ তাই সব সভা থেকে তাঁকে ও নরেন্দ্র মোদিকে গালিগালাজ করছেন ৷ পাশাপাশি সিআরপিএফদেরও গালি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি ৷
কয়েকদিন আগে সুজাতা মণ্ডল খাঁ তপশিলি জাতি ও উপজাতিদের ভিখারি বলে কটাক্ষ করেন বলে অভিযোগ তুলেছে বিজেপি ৷ এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এপ্রসঙ্গে আজ অমিত শাহ বলেন, "টিএমসি নেতা-নেত্রীরা মতুয়া, রাজবংশী, নমঃশুদ্রদের ভিখারি বলে অপমান করছেন ৷ কিন্তু দিদি তাদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নিচ্ছেন না ৷ "
আরও পড়ুন- করোনার কোপ, পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা
আজকের সভা থেকে একাধিক প্রতিশ্রুতির বন্য়া বয়ে দিলেন অমিত ৷ ক্ষমতায় এসেই কৃষকদের অ্য়াকাউন্টে 18 হাজার করে টাকা দেওয়া, কীর্তনীয়াদের 3000 টাকা করে ভাতা, মহিলাদের বিনামূল্য়ে যাতায়াতের সুবিধা, মহিলাদের বিনামূল্য়ে শিক্ষা সহ একাধিক প্রতিশ্রুতি দেন তিনি ৷
2 মে-র আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পা ঠিক হয়ে যাওয়ার প্রার্থনা করেন অমিত ৷ তাঁর কথায়, "আমি চাই 2 মের আগে দিদির পা ঠিক হয়ে যাক ৷ কারণ তাহলে দিদি হেঁটে নিজের ইস্তফাপত্র রাজ্য়পালের কাছে দিতে যাবেন ৷"