বর্ধমান, 17 এপ্রিল : পঞ্চম দফার নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিক্ষিপ্ত হিংসার খবর আসছে ৷ এবার ঘটনাস্থান বর্ধমান ৷ বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷
ওই বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ৷ ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে ৷
এজেন্টকে মারধরের খবর পেয়েই ঘটনাস্থানে আসেন বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ৷ বুথে এসে সরেজমিনে সবকিছু জানার চেষ্টা করেন তিনি । অভিযোগ করেন গ্রামবাসীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না । এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চান বলেও জানিয়েছেন । তিনি এসে ফের এজেন্টকে বুথে বসান ৷ ঘটনাস্থানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশ ৷