বর্ধমান, 19 এপ্রিল : একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আজ 34 জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
শনিবার ভোট শেষ হতে না হতেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয় । সেই ঘটনার রেশ ধরে রবিবার ফের দুই দলের মধ্যে ঝামেলা ও মারামারি শুরু হয় । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী ।
রবিবার দুপুরের দিকে বর্ধমান শহরের 3 নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের ঝামেলা শুরু হয় ৷ অভিযোগ, এরপর তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন সেখানকার মহিলারা। অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকরাই তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালিয়েছে ।
আরও পড়ুন :- বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর
বিকেল নাগাদ কাঞ্চননগরের বেলপুকুর ও পোদ্দারপাড়া এলাকাতেও তৃণমূল কংগ্রেসের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । ঘটনায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর ও বেশ কয়েকটা বাইকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । এরপর পুলিশ 34 জনকে গ্রেফতার করে ।