ETV Bharat / state

বর্ধমানে দুস্থদের পাশে দাঁড়াল বাউল সম্প্রদায় - coronavirus update

বাউল মানেই চোখের সামনে ভেসে ওঠে নিজেদের আখড়ায় নিজেদের মতো সাধনভজন করা, গান গাওয়া শিল্পীদের কথা ।  তাঁরাই গরিব মানুষের পাশে দাঁড়ালেন। আজ বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ে এলাকার প্রায় শতাধিক গরিব মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার ।

BAUL
বাউল সম্প্রদায়
author img

By

Published : Apr 23, 2020, 11:29 AM IST

বর্ধমান, 23 এপ্রিল : সারাবছর একতারা নিয়ে বিভিন্ন গ্রামে গান করে বেড়ান তাঁরা । বাউল গানের মাধ্যমে তুলে ধরেন মানুষের সুখ-দুঃখ অভাব-অভিযোগের নানা কথা । একতারার সুর ছেড়ে লকডাউনে গরিব মানুষের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল ভুবন মোহিনী লোকগীতি বাউল সম্প্রদায় ।আজ বিবেকানন্দ কলেজ মোড় এলাকার প্রায় শতাধিক গরিব মানুষের হাতে তুলে দিল শুকনো খাবার ।

বাউল মানেই চোখের সামনে ভেসে ওঠে আখড়ায় নিজেদের মতো ভজন করা, গান গাওয়া কিংবা চা , একটুকরো পাউরুটি আর ঘুগনি খেয়ে পেটের দায়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো শিল্পীদের কথা । দুপুর হলে ঝোলা থেকে লোটা-কম্বল বের করে কিংবা খড়ের উপর চাদর পেতে একতারা ডুগডুগি পাশে রেখে একটু জিরিয়ে নেন তাঁরা । সারাদিনের পথশ্রম শেষে জোটে দু’মুঠো ভাত । সেই তাঁরাই গরিব মানুষের পাশে দাঁড়ালেন।

বাউলশিল্পী সুখেন সাহা বলেন, “লকডাউনে গরিব মানুষের কথা ভেবেই সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এলাকার গরিব বাউল শিল্পীদের পাশাপাশি দিন আনা দিন খাওয়া মানুষও যাতে দুবেলা ভাত খেতে পারে সেই কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।”

বর্ধমান, 23 এপ্রিল : সারাবছর একতারা নিয়ে বিভিন্ন গ্রামে গান করে বেড়ান তাঁরা । বাউল গানের মাধ্যমে তুলে ধরেন মানুষের সুখ-দুঃখ অভাব-অভিযোগের নানা কথা । একতারার সুর ছেড়ে লকডাউনে গরিব মানুষের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল ভুবন মোহিনী লোকগীতি বাউল সম্প্রদায় ।আজ বিবেকানন্দ কলেজ মোড় এলাকার প্রায় শতাধিক গরিব মানুষের হাতে তুলে দিল শুকনো খাবার ।

বাউল মানেই চোখের সামনে ভেসে ওঠে আখড়ায় নিজেদের মতো ভজন করা, গান গাওয়া কিংবা চা , একটুকরো পাউরুটি আর ঘুগনি খেয়ে পেটের দায়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো শিল্পীদের কথা । দুপুর হলে ঝোলা থেকে লোটা-কম্বল বের করে কিংবা খড়ের উপর চাদর পেতে একতারা ডুগডুগি পাশে রেখে একটু জিরিয়ে নেন তাঁরা । সারাদিনের পথশ্রম শেষে জোটে দু’মুঠো ভাত । সেই তাঁরাই গরিব মানুষের পাশে দাঁড়ালেন।

বাউলশিল্পী সুখেন সাহা বলেন, “লকডাউনে গরিব মানুষের কথা ভেবেই সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । এলাকার গরিব বাউল শিল্পীদের পাশাপাশি দিন আনা দিন খাওয়া মানুষও যাতে দুবেলা ভাত খেতে পারে সেই কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.