ETV Bharat / state

Gujarat Bridge Collapse: গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যু বর্ধমানের যুবকের

রবিবার সন্ধ্যা সাড়ে 6টা নাগাদ গুজরাতের মোরবিতে মাচ্ছি নদীর ওপর একটি কেবল ব্রিজ ভেঙে পড়ে (Gujarat Bridge Collapse) ৷ তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে একজন এ রাজ্যের বাসিন্দা ৷ তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পর্বস্থলীতে ৷

Gujarat Bridge Collapse
গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যু বর্ধমানের যুবকের
author img

By

Published : Oct 31, 2022, 11:42 AM IST

Updated : Oct 31, 2022, 1:41 PM IST

পূর্বস্থলী, 31 অক্টোবর: গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু হল পূর্ব বর্ধমানের এক যুবকের (Bardhaman Youth Died in Gujarat Bridge Collapse)। মৃত যুবকের নাম হাবিবুল শেখ। বাড়ি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকায়। মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাস দ'শেক আগে গুজরাতে সোনার দোকানে কাজ করতে গিয়েছিলেন। গতকাল গুজরাতে একটি ব্রিজ ভেঙে পড়ে। সেইসময় ওই যুবক তাঁর দোকান থেকে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ব্রিজ ভেঙে পড়ায় তিনি চাপা পড়ে যান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই যুবকের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাই মাধ্যমিক পাশ করার পরে আর্থিক কারণে তিনি পড়াশোনা করতে পারেননি।

এরপর তিনি গুজরাতে তাঁর কাকার কাছে সোনা-রূপোর কাজ শেখার জন্য চলে যান। রবিবার মাঝ রাতে তাঁর কাকা বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানান। এরপরেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। আত্মীয় মইবুল শেখ বলেন, "বাড়িতে আর্থিক অবস্থা খারাপ থাকায় তিনি গুজরাতে কাজ করতে গিয়েছিলেন। গতকাল সেখানে ব্রিজ ভেঙে পড়ে। গভীর রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ।

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

পূর্বস্থলী, 31 অক্টোবর: গুজরাটে ব্রিজ ভেঙে মৃত্যু হল পূর্ব বর্ধমানের এক যুবকের (Bardhaman Youth Died in Gujarat Bridge Collapse)। মৃত যুবকের নাম হাবিবুল শেখ। বাড়ি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের কেশববাটি এলাকায়। মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাস দ'শেক আগে গুজরাতে সোনার দোকানে কাজ করতে গিয়েছিলেন। গতকাল গুজরাতে একটি ব্রিজ ভেঙে পড়ে। সেইসময় ওই যুবক তাঁর দোকান থেকে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ব্রিজ ভেঙে পড়ায় তিনি চাপা পড়ে যান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই যুবকের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাই মাধ্যমিক পাশ করার পরে আর্থিক কারণে তিনি পড়াশোনা করতে পারেননি।

এরপর তিনি গুজরাতে তাঁর কাকার কাছে সোনা-রূপোর কাজ শেখার জন্য চলে যান। রবিবার মাঝ রাতে তাঁর কাকা বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানান। এরপরেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। আত্মীয় মইবুল শেখ বলেন, "বাড়িতে আর্থিক অবস্থা খারাপ থাকায় তিনি গুজরাতে কাজ করতে গিয়েছিলেন। গতকাল সেখানে ব্রিজ ভেঙে পড়ে। গভীর রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ।

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

Last Updated : Oct 31, 2022, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.