বর্ধমান, 21 মে : দু'দিন আগে বর্ধমান শহরের খাগড়াগড় এলাকা থেকে জাল নোট ছাপার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ (bardhaman police arrests 3 people on fake Currency case)। তাদের মধ্যে দীপঙ্কর চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা, বাকি দু'জন গোপাল সিং ও বিপুল সরকার বর্ধমান শহরের বাসিন্দা।
শনিবার গোপাল সিংকে নিয়ে বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের মাঠপাড়া এলাকায় যায় ৷ যে বাড়িতে বসে জাল নোট ছাপার কাজ চলছিল সেই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়ি থেকে তিনখানা ব্যাগ, তিনটে অ্যাটাচি ও একটা ড্রামের মধ্যে বেশকিছু কৌটো এবং ডলার ছাপার বেশকিছু ডাইস ও কেমিক্যাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন : জমি বিবাদে খুন গয়েশপুরের প্রাক্তন পুলিশকর্মী ? গ্রেফতার ভাইপো-সহ দুই
পুলিশ সূত্রে খবর, তিনজনকে জালনোট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তথ্য জানার চেষ্টা করছে। এই চক্রের সঙ্গে কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কারবারে ভিন জেলার দুষ্কৃতীরা যুক্ত আছে বলে পুলিশ জানতে পেরেছে। এই চক্রের সঙ্গে ভিন রাজ্যের কোনও যোগ রয়েছে কি না, কিংবা বাংলাদেশের কোনও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে জালনোট এবং জাল ডলার ছাপার পরে সেগুলো কোথায় পাঠানো হত, কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই খতিয়ে দেখছে পুলিশ।